হোসে মরিনহো বিতর্কটা তুলেছেন বেশ কয়েক দিন হয়ে গেল। আর্সেন ওয়েঙ্গারকে নিয়ে সরাসরি কটূক্তি করতেও ছাড়েননি তিনি। তবে বায়ার্ন মিউনিখের স্প্যানিশ কোচ পেপ গার্ডিওলার কাছে আর্সেন ওয়েঙ্গার শ্রদ্ধার পাত্র। গার্ডিওলার অবশ্য এটা খুব পুরনো একটা কৌশল। প্রতিপক্ষকে আত্দতৃপ্তিতে ডুবিয়ে রেখে নিজেদের প্রস্তুতিটা শতভাগ পূর্ণ করতে চান তিনি।
আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের অতিথি হচ্ছে বায়ার্ন মিউনিখ। গার্ডিওলার সেই পুরনো কৌশলটা কি এবারেও তার শিষ্যদের জয় উপহার দেবে?
বায়ার্ন মিউনিখ কতটা ভয়ঙ্কর দল, তা বলার অপেক্ষা রাখে না। কেবল এতটুকু বলাই হয়তো যথেষ্ট, বুন্দেস লিগায় গার্ডিওলার শিষ্যরা ১৬ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে অবস্থান করছে। এর অর্থ মৌসুমের দুই-তৃতীয়াংশ পাড়ি দেওয়ার আগেই লিগ শিরোপা নিশ্চিত করে নিয়েছে তারা! তাই বলে আর্সেনালকেও অবহেলা করা যাবে না। ইংলিশ প্রিমিয়ার লিগের শক্তিশালী সব প্রতিপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আর্সেনালকে সেরাদের সারিতেই রেখেছেন আর্সেন ওয়েঙ্গার।
২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট সংগ্রহ করে গানাররা অবস্থান করছে দুই নম্বরে। তা ছাড়া গানারদের সামনে বাড়তি প্রেরণাও তো আছে। গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এমিরেটস স্টেডিয়ামে বায়ার্ন মিউনিখের কাছে ৩-১ গোলে হেরে গিয়েছিল আর্সেনাল। অ্যালাইঞ্জ এরিনায় ২-০ গোলের জয়ও তাদের বাঁচাতে পারেনি। গত মৌসুমে সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার বিষয়টা তো সামনে প্রেরণা হিসেবেই থাকবে আর্সেনালের।
অবশ্য উল্টোটাও হতে পারে। গতবারের জয়টা টনিক হিসেবে কাজ করতে পারে বায়ার্ন মিউনিখের জন্যও। সে ক্ষেত্রে পেপ গার্ডিওলার সামনে আরও একবার মাথা নত করতে হতে পারে ওয়েঙ্গারকে! উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ মুখোমুখি হচ্ছে এসি মিলান ও অ্যাটলেটিকো মাদ্রিদ। সান সিরোতে অনুষ্ঠিত এ ম্যাচে বর্তমান পারফরম্যান্সের বিচারে সম্ভবত এগিয়ে রাখতে হবে অ্যাটলেটিকো মাদ্রিদকেই। তবে অতীতের কথা বিবেচনায় রাখলে এসি মিলানকেও অবহেলা করার উপায় নেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।