আমাদের কথা খুঁজে নিন

   

জীবনতো কষ্টের এক চিলেকোঠা....

মানুষের ভুল করার প্রবণতা আছে। কেউ কম আবার কেউবা ভুলের পর ভুল। একদিন ভুলে ডুবে থাকা ব্যক্তিটিও বুঝতে পারে তার জীবনে কুয়াশা লেগে আছে। তখন সেই আড়মোড়া হয়ে জেগে উঠে। তার জীবন সুন্দর হবে, সুখী হবে।

স্বপ্ন দেখবে স্বপ্ন সাজাবে।

ভাবছিলাম ল্যাপটপের কী বোর্ড আর কখনো স্পর্শ করবোনা। কোন কিছুই লিখব না। নিজের অনুভূতিকে স্বপ্নের রঙিন খাঁচায় কাল তারে পেঁচিয়ে আবদ্ধ করে রাখবো। নিজেকে শিকল পেঁচিয়ে বদ্ধ কুয়ার মধ্যে ছুড়ে ফেলবো।

কি হবে এত লিখে? যতই লিখিনা কেন ফলাফল তো শূন্যই। কিন্তু বন্ধুর একটা সম্বোধন শুনে মনটা খুব খারাপ হয়ে গেল।

লিখে যদি মনটা ভালো হয়, এই চিন্তা করে কী বোর্ডে থাকা ১০২টি কী অযথা চেপে যাচ্ছি। আমার প্রতিটা স্পর্শে কী বোর্ডের উপর আছড়ে পড়ছে ক্ষতগুলো। ব্যথায় চিন করে উঠছে বুকের মাঝে থাকা ক্ষতের কষ্টগুলো রক্তনালী জুড়ে।

শরীরের লৌহ কণিকার অণুচক্রিকায় মাঝে থাকা লাল রঙয়ের প্রতিটি অণু হিংস্রতার খুন পিয়াসে বন্ধ করে দিতে চাই জীবন প্রদীপ।

মুছে দিয়ে যাওয়া জীবনের রঙ্গিন স্বপ্ন, ভালবাসা অশ্রু গঙ্গায় সিক্ত হয়ে উপচে পড়ে আজ। হৃদয়ে আশার ভাঙন সহ্য করতে আরও অশ্রু লাগবে। সঞ্চয় ও আছে রাতের আধারে পড়ে থাকা জমাট বাঁধা হাজারো কথা- স্বপ্ন বিলানো, স্বপ্ন দেখানোর মাঝে আজ স্বপ্নের ভাঙ্গন। তুমি কেন কষ্টের সাথে দিন গুণে তোমার রঙ্গিন স্বপ্ন গুলো মরীচিকায় আঁটকে রাখবে।

কেন হবে বিলীন আমার ভুলের মাঝে। প্রকৃতির নিয়মই তো কোন কিছু গড়তে হলে ভাঙ্গতে হবে! না হয় আজ তুমি ভাঙ্গলে? কি এমন অপরাধ! এটাই তো নিয়ত! এটাই তো পাওয়া।

তাই আজ আমার শান্তি নামের সুখ পাখিটা ডানা মেলে উড়ে গেছে দূর আকাশে? তবে এখনো তার সরব উপস্থিতি ধরা পড়ে। তাই চিৎকার করে উঠে জীবনের মধুর স্মৃতি গুলো। জীবন হয়ে আছে হতাশার একরাশ ধুলো।

রাতের বেলার শান্ত কষ্ট গুলো ভিড় করে আছে আবছা অন্ধকারের মাঝে। গুমরে কাঁদছে কেউ দেখে না, কেউ জানে না।

জগতের মায়ার মাঝেও জীবনটাকে বাক্সে আটকাতে ভাবনা আশে কতো কিছু। কিন্তু দুটি উদাসী চোখ বিষের জ্বালায়ে তিক্ত সাপকে আঁটকে রাখে সবার মাঝে! আর ভাবে জীবন তো “কষ্টের এক চিলে কোঠা......”

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।