আমাদের কথা খুঁজে নিন

   

মাটা হ্যারি

নারী গোয়েন্দাদের তালিকা করলেই ওঠে আসে মাটা হ্যারির নাম। নেদারল্যান্ডে জন্মগ্রহণকারী এই গোয়েন্দা রাষ্ট্রীয় গোপন তথ্য সরিয়ে ফেলা থেকে শুরু করে পাচার করা কোনো কিছুতেই পিছিয়ে ছিলেন না। শুধু গোয়েন্দা পরিচয় ঢাকার জন্য তিনি এক বৃদ্ধ লোককে বিয়ে করে ইন্দোনেশিয়া চলে আসেন। সেখানে নাচ-গানে তিনি সেলিব্রেটি হয়ে উঠেন খুব স্বল্প সময়ের ব্যবধানে। কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারেনি তিনি নারী গোয়েন্দা।

ইউরোপ, প্যারিসে ছুটে চলেন বিভিন্ন সময়। বহু বিখ্যাত ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে আলোচনায় ছিলেন তিনি। তাকে ঘিরে অসংখ্য স্ক্যান্ডাল ছড়িয়েছে বিভিন্ন সময়। তবে এত কিছুর আড়ালে তার গোয়েন্দাগিরির কথা কখনোই ওঠে আসেনি। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠেন।

জার্মানদের হয়ে ইউরোপ ঘুরে ঘুরে অসংখ্য গোপন যুদ্ধতথ্য সংগ্রহ করে পাচার করতে থাকেন এই দুর্ধর্ষ নারী গোয়েন্দা। যদিও একসময় দাবি করেন, তিনি আসলে ফ্রান্সের হয়ে গোয়েন্দাগিরি করেছেন, তবে সেটা প্রমাণিত নয়। পরবর্তীতে তাকে জার্মান ফায়ারিং স্কোয়াড গ্রেফতার করে হত্যা করে।

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.