আমাদের কথা খুঁজে নিন

   

♦♦ তোমার আমার শহরে ♦♦

ধর, তোমার জন্য আমি একটি শহর বানিয়ে ফেললাম
যেখানে কেউ থাকবে না,থাকব শুধু আমি আর তুমি।
যে শহরেরে দালানের প্রতিটি ইট হবে আমার নকশায়,
এ শহরেরে প্রতিটি ল্যাম্পপোস্ট থাকবে তোমার ইশারায়!

আমার শার্টের কোণায় লিপস্টিক লাগানোর
জন্য থাকবে না কোনো লাস্যময়ী নারী!
অথবা তোমার দিকে আড়চোখে তাকানোর
মত বখাটে থাকবে না এই শহরের অলি-গলিতে!

এই শহরে বর্ষা নামবে তোমার ইচ্ছায় অযথাই,
এই শহরে জ্যোৎস্না নামবে প্রতি অমাবস্যায়!
তোমার জন্য নক্ষত্ররা জ্বলবে সারাবেলা,
তোমার জন্য সূর্য উঠবে দখিনের জানালায়!

ধর, এমন করেই কেটে যাবে এই বেলা
শুধু আমি আর তুমি,যেমন বলে কবিরা।
তোমার আমার এই অলৌকিক শহরে
আমার তোমার বসবাস আমার কল্পনাতে!

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।