হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।
সপ্তাহে শুধু শুক্রবারই আড্ডা দিতে যাই। গতকাল যেয়ে দেখি দেয়ালে রং দিয়ে বিশাল আকারের পতাকা আকা হচ্ছে। বুঝতে দেরী হলোনা এটা আমাদের নোয়াখালির কাজ।
কারন বিশ্বকাপ ফুটবল নিয়ে ওর উৎসাহ সবচেয়ে বেশী। দুইটা আর্জেন্টিনার পতাকার মাঝে বাংলাদেশের পতাকা। বাংলাদেশের পতাকার সাইজ প্রস্থের দিক থেকে আর্জেন্টিনার পতাকার তুলনায় একটু ছোট হয়ে গেছে। এটা নিয়ে বন্ধুরা বিভিন্ন রকম মন্তব্য করছে। কেউ বলছে পতাকার লালটা ধরাধরি করে একটু নীচে নামাতে, কেউ বলছে পতাকার নীচের দিকে সবুজ রংটা আরো নমিয়ে দিয়ে লাল রংটা বড় করে আকতে।
এমন সময় আরেক বন্ধু এসেই প্রশ্ন করলো ...কি রে বাংলাদেশের পতাকা ছোট কেন?
সাথে সাথে উত্তর আসলো ... চান্স পায় নাই দেইখা ছোট হইছে ... খেললে বড় হইতো !!!
স্মৃতি ঃ 26 মে 2006ইং, শুক্রবার, আমাদের প্রিয় আড্ডাস্থল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।