সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে..
হায় বাঙালি!
লুৎফুর রহমান
একুশ এলে কান্না করি ভাই হারানোর শোকে
একুশ গেলে যাই ভুলে ক্যান আমরা সকল লোকে
একুশ এলে বুকের মাঝে কালো শোকের ব্যাজ পরে
একদিনেরই বাঙালি তাই অন্যজনার লেজ ধরে।
একুশ এলে শহীদ মিনার ভাসাই চোখের জলে
একুশ গেলে কেউ যে সেটা রাখে জুতার তলে
শহীদ মিনার ইট কেবলি নাকি ভায়ের ছায়া
বুঝলে এমন দেইনা কেনো একটু স্যালুট-মায়া?
অন্যদেশের বুল নিয়ে যে আমরা সাজি দক্ষ রে
ভুলেই তখন নেইনা যে কেউ বাংলা ভাষার পক্ষ রে
বাংলা ভাষায় কথা নাকি গেঁয়ো লোকের ভাষা
হায় বাঙালি এই ছিলো কি রফিকদেরই আশা?
অন্যভাষা শিখলে ভালো মন্দ যে নাই তাতে
মায়ের ভাষা রাখবো্ আগে অন্য ভাষার সাথে
বিশ্বমানব হতে হলে বাঙালি হও আগে
এবার না হয় এই একুশে বিবেক যেন জাগে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।