প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
তুমি নেই বলে কি আর দিন কাটে না ? ঠিকই কাটে,
সকালের নরম রোদ এসে ভেঙে দ্যায় আমার জন্মদুখি ঘুম __
প্রতিদিন বেলা ঠিকই যায় পাটে,
পাখি গায়, বাগানে ঠিকই ফোটে কুসুম।
আমি ঠিকই সকালের নাস্তা সারি
শহরের ফুটপাতে হাঁটি, অফিসে যাই, সাক্ষর করি
দেহের ফুটনি, অবাঞ্চিত লতাপাতা, খোসা, বাসি তাপ __ সব ঝেড়ে ফেলি
আকাশে মাসে মাসে ঠিকই চাঁদ ওঠে, এক ফালি।
তুমি নেই বলে কি নদীরা থেমে গেছে ? না __
নদীরা ঠিকই ঠিক ঠিক সাগরের সঙ্গমে রমণ করে,
তুমি নেই বলে কি দিনগুলি হয়ে গেছে কানা __?
তুমি নেই তবু দ্যাখো কত কোলাহল, গ্রামে, নগরে, শহরে।
তুমি নেই, দিন ঠিকই কাটে __
তবু রক্তের ছোপ ছোপ দাগ, কিছু ভাঙা কাচ, কিছু কষ্ট মানসপটে।
২০.০২.২০১৪
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।