আমাদের কথা খুঁজে নিন

   

শেষ ওয়ানডেতে দিলশান নেই

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) জানিয়েছে, চোটের কারণে শনিবার তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবেন না দিলশান। এশিয়া কাপে খেলতে পারবেন কিনা, তা অবশ্য জানানো হয়নি।

বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করার সময় হাতে চোট পাওয়া দিলশানের জায়গায় দলের সঙ্গে যোগ দেবেন লাহিরু থিরিমান্নে।

মাকে দেখার জন্য দেশে ফিরে গেছেন দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত শতক করা কুমার সাঙ্গাকারাও। তৃতীয় ওয়ানডেতে তাই দলের অন্যতম সেরা ব্যাটসম্যানকে পাচ্ছে না শ্রীলঙ্কা।

এশিয়া কাপে অংশ নিতে রোববারই অবশ্য বাংলাদেশে ফেরার কথা সাঙ্গাকারার। এশিয়ার সেরা ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশে ফিরবেন চোটের কারণে সফরের মাঝপথে দেশে ফিরে যাওয়া মাহেলা জয়াবর্ধনেও। সঙ্গে থাকবেন নবাগত চতুরঙ্গ ডি সিলভা।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।