মাঝে মাঝে মনে হয় বেরিয়ে পড়ি 'একতারা'টা হাতে নিয়ে......"দরবেশ বানায়া দাও মাওলা.........দরবেশ বানায়া দাও। । । "
নাদুস-নুদুস, মোটা-সোটা, কোল বালিশ টাইপ বাচ্চা মানেই সু-স্বাস্থের অধিকারী/অধিকারীনি এমটা যে নয় তা বর্তমান সময়ের মা-বাবা মাত্রেই জানেন।
.....বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ প্রথমবারের মত ১৯ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
অতিশয় আনন্দের সংবাদ। আপদকালীন সময়ের নিরাপত্তা বাড়ল।
.....কিছু কিছু লোকজনের এটা নিয়ে অাহ্লাদ দেখে বড় অাজিব লাগে!!! তাও আবার তুলনা চলছে পাকিস্তানের রিজার্ভ এর সাথে। আমাদের রিজার্ভ তাদের পেরায় ডাবল বলে এক্সট্রা আহ্লাদ!!! অারে বাবা বাংলাদেশের মতো একটি দেশে কেন রিজার্ভ এর এই বাড়ন্ত অবস্থা তা নিয়ে কেউ কথা বলছে না। অর্থনীতির অন্যান্য সুচক গুলোর সাথে সাথে বিগত এক বছর ধরে দেশে যে কোন দেশী-বিদেশী বিনিয়োগ না হওয়াটা এই বাড়ন্ত বিজার্ভ এর একটা কারন সেটা কেউ বলছে না।
....আর একটা জিনিস আমার ঘিলু কম মাথায় ঢ়ুকছে না তা হলো উপজেলা নির্বাচন নিয়ে এই ব্যাপক মাতামাতি!!! অামাদের মহান নবম সংসদের মহান অাইন প্রনেতাগন (!) অাইন করে উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতার যে কচুকাটা করেছেন তাতে এই নব-নির্বাচিত চেয়ারম্যান সাহেব/সাহেবান গন কি ঘোড়ার ঘাসটাই কাটবেন তাই বুঝতে পারছি না??? অাছেন নাকি কোন জ্ঞানী এট্টু বুঝায়াা বলবেন?
.....সবখানে চেতনার এত বাড়াবাড়ি যে ঘটনা কেউ ক্ষতিয়ে দেখছে না। সাম্প্রতিক সময়ে ভারতকে দেয়া হলো দু'টি গ্যাস ক্ষেত্র। চেতনার চাদরের নিচে অনেক কিছুই ঘটছে......দেখা না গেলেও নড়াচড়ায় টের পাওয়া যায় ঠিক কি চলছে! এখন তো আবার 'গুন্ডে' মুভির মাধ্যমে দাদারা সেই চেতনার চাদর ধরেও টান দিল দেখি!! জয় হিন্দ!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।