আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন চাই: ইসি সচিব

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. সিরাজুল ইসলাম বলেছেন, আমরা একটি ফ্রি অ্যান্ড ফেয়ার উপজেলা নির্বাচন চাই। সে লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় কেরাণীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে চতুর্থ উপজেলা নির্বাচনে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিরাজুল ইসলাম বলেন, নির্বাচনকে সব ধরনের প্রভাব থেকে মুক্ত রাখতে আমরা একটি ম্যাসেজ নিয়ে এসেছি। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সারা দেশে পাঁচটি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব ও পুলিশের পাশাপাশি মোবাইল স্টাইকিং ফোর্সসহ সেনাবাহিনী ও বিজিবি সদস্য মোতায়েনের মাধ্যমে চার স্তরবিশষ্টি নিরাপত্তা বলয় থাকবে।

ভোটারদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, ভোটাররা যাতে নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরে যেতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকা জেলা প্রশাসক শেখ মোহাম্মদ ইউসুফ হারুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য আরও দেন- ইসির সহকারী সচিব ফরহাদ হোসেন, ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তা শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোনালিসা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.