তিন কন্যাকে নিয়ে বাবা বইমেলায় এসেছেন!
এই আনন্দময় মুহুর্তটি দেখার সৌভাগ্য নিয়ে আমার আজকের একুশে বইমেলা শুরু হয়েছিল বইমেলায় যাবার আগে একুশের সকালে শহীদ মিনারে গিয়েছিলাম প্রথম। একা একা একা শহীদ মিনার ঘুরে বইমেলায় হাজির হয়েছিলাম। যদিও সকাল থেকেই সেখানে থাকার কথা ছিল কবি গল্পকার তাহমিদুর রহমানের মেলায় পৌছেই কবি আলভিনা চৌধুরী এবং তার দুই বোন সহ তাদের বাবার সঙ্গে কিছু কথা আড্ডা হল
কিছুক্ষণ পরেই এলেন বশীর ভাই। সঙ্গে ভাবী। আজকেই প্রথম দেখা।
অথচ কি আন্তরিক ভঙ্গীতে তিনি কথা বললেন। তিনি আমাদের পাঁচ কবির নতুন বই কিনলেন। অটোগ্রাফ ফটোগ্রাফ হল কথায় কথায় জানতে পারলাম বশীর ভাই এর দেশের বাড়ীর কথা। বলা যায় আমরা পাশাপাশি জেলার। বেশ কিছুক্ষণ সংগ দিলেন বশীর ভাই এবং ভাবী।
এলেন ব্লগার প্রফেসর নুরন্নবী ভাই এর ছেলে। সঙ্গে তার স্ত্রী। তারাও নির্বাসিত জোছনা দল বইটি সংগ্রহ করলেন।
দুপুরে আমি টিএসসিতে লাঞ্চ করলাম। তাহমিদ করলো স্টলে বসেই ।
সকাল থেকেই প্রচুর মানুষ মেলায় আসছেন। মেলায় উপচে পরা ভীড়।
দুপুরের পর এলেন অনলাইন রেডিও হৈচৈ এর প্রাণবন্ত ক্রু টিম। সঙ্গে কথাবন্ধু আবির খুব ফর্মাল একটা ইন্টারভিউ নিলো তারা। আমিও দু কথা বললাম।
রাতে অন এয়ার হবার কথা।
এর মাঝে যুথী এলো ঘুড়ির স্টলে। এলেন নাজনীন পলি, তার ভাই আশিক। এলেন নীল আকাশের কাক। চর্যাপদ।
স্বপ্নের ফেরিওয়ালা। কাজী মেহেদি হাসান উইদ পাখী। অনিন্দ্য অন্তর অপু। শামিম রহমান আবির। অচিন কাক।
এলেন আমিনুল ইসলাম। জমিরুদ্দীন মিলন। সকাল রয়। শাহিদুল ইসলাম প্রামানিক। বাবুল হোসাইন।
কবি ফাতিন আরফি। আশিক। তার ভাই এবং সঙ্গে আশিকের স্ত্রী। এলেন কবি তাহমিদুরের স্ত্রী মিশু।
তাহমিদ এবং মামুন ম আজিজের "কল্প এবং ..." বইটি আজকে বেশ ব্যাপক বিক্রয় হল।
"নির্বাসিত জোছনা দল" র সকল কপি নিঃশ্বেস আমি এবং তাহমিদ ব্যাপক খুশী
মাঝে হুচ্ সম্পাদক আলোড়ন ভাই এর অটোগ্রাফ সহ নতুন সংখ্যা এবং ফেসবুক বন্ধু রহিমা আফরোজ মুন্নীর নতুন কাব্যগ্রন্থ অটোগ্রাফ সহ সংগ্রহ করে নিলাম
ফিরে আসার আগে দেখা হল ফেসবুক বন্ধু নুরুন নাহার শ্রাবনীর সঙ্গে। রাত্রের শেষ চা টা এই পরিবারের সঙ্গে খাওয়া হল
মুহুর্মুহু ছবি! অটোগ্রাফ!
অনেক ক্রেতা! অনেক প্রিয় মুখ!
ক্ষণে ক্ষণেই আড্ডা হাসি আনন্দ সব মিলিয়ে এক অন্য রকম একুশ!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।