আমাদের কথা খুঁজে নিন

   

সোসিয়েদাদের মাঠে নাকাল বার্সেলোনা

রোববার রাতে শিরোপার লড়াইয়ে থাকা আরেক দল আতলেতিকো মাদ্রিদ জিতলে পয়েন্ট তালিকার তিন নম্বরে নেমে যাবে জেরার্দো মার্তিনোর দল। আগের ম্যাচে এলচেকে ৩-০ গোলে হারানো রিয়াল মাদ্রিদ ২৫ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে বার্সার চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে গেছে।

শনিবার রাতে নিজেদের মাঠে শুরু থেকেই বার্সেলোনাকে দারুণ চাপে রেখেছিল সোসিয়েদাদ। আধ ঘণ্টা পার হওয়ার কিছু পর ক্যামেরুনের মিডফিল্ডার অ্যালেক্স সংয়ের আত্মঘাতী গোলে পিছিয়ে বার্সা। সোসিয়েদাদের একটি ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজের জালেই জড়িয়ে দেন তিনি।

তবে চার মিনিট বাদেই লিওনেল মেসির দূর থেকে নেয়া দারুণ শটে সমতায় ফেরে অতিথিরা। তবে এর আগে বেশ কয়েকটা সহজ গোলের সুযোগ নষ্ট করে সোসিয়েদাদ।

বিরতির পর অঁতোয়ান গ্রিজমানের গোলে আবার এগিয়ে যায় সোসিয়েদাদ। একটু পরই ফরাসি এই উইঙ্গারের পাস থেকে ডাভিদ সুরুতুসার গোলে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

মঙ্গলবার ম্যানচেস্টার সিটিকে হারানো ম্যাচের কয়েকজনকে বিশ্রাম দিয়েছিলেন মার্তিনো।

তবে শুরু থেকেই তিনি মাঠে নামিয়েছিলেন ব্রাজিল তারকা নেইমারকে। কিন্তু সোসিয়েদাদের গোলমুখে তেমন কোনো আক্রমণ শানাতে পারেনি তার দল।

বরং দ্বিতীয়ার্ধে সোসিয়েদাদের গোলের একটি প্রচেষ্ঠা গোলপোস্টে বাধা না পেলে আরো বড় ব্যবধানে হারতে পারতো বার্সেলোনা।

এ নিয়ে সোসিয়েদাদের স্টেডিয়াম সান সেবাস্তিয়ানে শেষ পাঁচটি ম্যাচ জিততে পারলো না বার্সেলোনা।




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।