সত্য বল শত্রু হও, মিথ্যা তোশামদী করে পুরষ্কার নাও _
রাজধানীতে হঠাৎ করে বেড়ে চলেছে ছিনতাই সহ অপরাধ কার্যক্রম!
গতকাল (২২.০২.২০১৪) কাওরানবাজার-বসুন্ধরা সিটি- সার্কফোয়ারার মোড়ের ঘটনা:
নাম সাজু, তার মুখের ঘটনাই বলছি----
আমি সোনারগা-এফ,ডি,সির রোড হয়ে রাস্তা পার হবো শ্যামলী যাওয়ার জন্য। আই সি বি এর সামনে দিয়ে রাস্তা পার হচ্ছি.... প্রচন্ত ভিড়.... রাস্তার মাঝখানের লেনে দাড়িয়ে এবার ওপার যাব, হঠাৎ একজন পুলিশ এসে আমার হাতে থাকা ব্যগ চেক করতে লাগলো, সন্দেহজনক বা অবৈধ কিছু না পেয়ে আমাকে ঠেলে এক পাশে নিয়ে (মাধ লেনের সৈন্দর্য বর্ধন গাছ) কোমর থেকে পিস্তল দেখিয়ে বললো পকেটে যা আছে দে তাড়াতাড়ি! আমার মুখের শব্দ আসছে না।
পুলিশ রুপি ছিনতাইকারী আমার ডান পকেটে হাত ঢুকিয়ে দিয়ে যা পলে তা নিল (৫০০ টাকার একটা নোট ও কিছু খুচরা টাকা)। সঙ্গে সঙ্গে একটা মোটর সাইকেল পাশে এসে দাড়ালো পুলিশের পোশাক পরা একজন ছিনতাইকারী এবং আমার টাকা নেওয়া পুলিশ ছিনতাইকারী উঠল এবং চলে গেল। আমি প্রায় ৩-৫ মিনিট হতভম্ব হয়ে দাড়িয়ে রইলাম। আমার পশ্চিম দিকে রাস্তার পাশে পুলিশ দাড়ানো গাড়ি চলছে, আমার পাশে লোকজন দাড়ানো সবাই দেখলো আর ছিনতাইকারী চলে গেল........ তারপর কোন রকমে রাস্তা পার হয়ে বাসে উঠে গন্তব্যে গেলাম।
আতংকিত, শংকিত ও ক্ষতিগ্রস্থ আমরা সাধারন জনগণ। বেকারত্ব রেড়ে যাওয়া, মাদকের বহুল ব্যবহার ও সহজলভ্যতা, আইন শৃংখলা তথা পুলিশ ও গোয়েন্দাদের অবহেলা এবং অপরাধী গ্রেফতার হওয়ার পর সহজে জামিনে বের হওয়া এর মূল কারন।
চাঁদাবাজির একটা নমুনা দেখুন:
পুলিশের চাঁদাবাজি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।