এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেছেন, “অচিরেই তাদের গ্রেপ্তার করা হবে।”
রোববার দুপুরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভ্যেনু সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসান মাহমুদ।
তিনি বলেন, “দেশে জঙ্গি তৎপরতা এখনো শেষ হয়নি। তবে পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে আছে।”
আল কায়েদার হুমকিতে আইনশৃঙ্খলা বাহিনী বিচলিত নয় জানিয়ে তিনি বলেন, “যে কোনো হুমকি মোকাবেলার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে।”
সকাল ১০টার দিকে ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজন ভ্যানে বোমা মেরে পুলিশ হত্যা করে নিষিদ্ধ ঘোষিত জেএমবির নেতা মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন ওরফে সালেহীনসহ তিন জঙ্গিকে ছিনিয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় আরো দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে জানান বাংলাদেশ পুলিশের শীর্ষ কর্মকর্তা।
এসময় র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।