আমাদের কথা খুঁজে নিন

   

গুন্ডের প্রদর্শন বন্ধের দাবি বাংলাদেশের

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শামীম আহসান রোববার জানান, এই চলচ্চিত্রের জন্য ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে। বর্তমান আঙ্গিকে ওই চলচ্চিত্রের প্রদর্শন অবিলম্বে বন্ধের অনুরোধ করা হয়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি বলিউডি চলচ্চিত্র ‘গুন্ডে’ মুক্তি পাওয়ার পরপরই ব্লগ ও ফেইসবুকসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।   এতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অবমাননা করার পাশাপাশি ইতিহাস বিকৃত করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

নির্মাতা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের কাছেও ব্যক্তি পর্যায়ে প্রতিবাদ জানানো হয়।

এর পরিপ্রেক্ষিতে গত ১৯ ফেব্রুয়ারি নিজেদের ব্লগে এক পোস্টে দুঃখ প্রকাশ করে যশরাজ ফিল্মস।

তাদের পোস্টে বলা হয়,  “চলচ্চিত্রে যেভাবে গল্প তুলে ধরা হয়েছে তাতে অনেক বাংলাদেশি ভাই  আপত্তি জানিয়েছেন। তবে এর কাহিনি ও গল্প পুরোপুরি কাল্পনিক। কোনো জাতি, সমাজের বিশেষ কোনো অংশ বা কোনো ব্যক্তির প্রতি অশ্রদ্ধা দেখানোর অভিপ্রায় নেই।

“তারপরেও এতে কেউ  আহত হলে বা কারো প্রতি  অশ্রদ্ধা  প্রকাশ করা হয়েছে বলে মনে করলে আমরা তার জন্য ক্ষমা  চাইছি।

যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, গুন্ডেতে বাংলাদেশের জন্মকে দেখানো হয়েছে ভারত-পাকিস্তানের ১৩ দিনের যুদ্ধের ফল হিসেবে, যা শুরু হয় ১৯৭১ সালের ৩ ডিসেম্বর।

যশরাজ ফিল্মস বলেছে,  “মুক্তিযোদ্ধা ও শহীদদের আত্মত্যাগের বিনিময়েই একটি স্বাধীন দেশের জন্ম হয়। এটা কখনোই ভোলার নয়। স্বাধীনতা অর্জনের জন্য বাংলাদেশের মানুষকে অনেক মূল্য দিতে হয়েছে। বাংলাদেশের মানুষের স্বাধীনতা সংগ্রামের কথা ভারতীয় উপমহাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।

“তবে ‘গুন্ডে’ একটি কল্পিত কাহিনী (ফিকশন), যাতে যুদ্ধে  বাস্তুচ্যুৎ হওয়া পরিবারের দুর্দশার চিত্র তুলে ধরা হয়েছে। ”


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।