কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য অ্যান্টিভাইরাস একটি অত্যন্ত গুরুত্বপুর্ন বিষয়। কারন ভালোমানের একটি অ্যান্টিভাইরাস আপনার কম্পিউটারে Installed এবং Updated না থাকলে আপনার কম্পিউটারটি যে কোন সময় আক্রান্ত হতে পারে Virus, Worm, Spyware, Malware দ্বারা। যে কোন মুহূর্তে ক্ষতিগ্রস্থ হতে পারে আপনার কম্পিউটারের মূল্যবান ডকুমেন্টস সমূহ। তাই একটি ভালোমানের অ্যান্টিভাইরাস ব্যবহার করা আবশ্যক। তাই যাদের অ্যান্টিভাইরাস কিনে ব্যবহার করার ক্ষমতা নেই সেই সকল কম্পিউটার ব্যবহারকারীদের জন্য নিয়ে এলাম শক্তিশালী Norton - Anti-Virus 2014 ।
অ্যান্টিভাইরাসের জগতে প্রথম সারির বিশ্বস্ত অ্যান্টিভাইরাসগুলোর মধ্যে Norton Anti-Virus অন্যতম একটি। কথা না বাড়িয়ে ডাউনলোড করে ব্যবহার করা শুরু করে দিন।
Size : 71 MB, 58MB, 65MB
License: activator
Supported OS: Windows 8.1 / Windows 8 / Windows 7 / XP / XP Pro / Vista
Norton Anti-Virus 2014
Norton Internet Security 2014
Norton 360 2014
আশা করি সকলের উপকারে আসবে।
আরো বিস্তারিত জানার জন্য আমার পার্সোনাল ব্লগে ক্লিক করুন
আপনার যে কোন সফটওয়্যার লাগলে আমার কাছে জানাতে পারেন। কোন সফটওয়্যার লাগলে অবশ্যই এর পুরো নামটি লিখবেন।
আশা করি, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা সেটা পেয়ে যাবেন। পরের পর্বে ফিরে আসবো আরও নতুন কোন সফটওয়ারে নিয়ে .
আজ এখানেই শেষ করছি সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ ।
টিউনটি উপকারে আসলে অবশ্যই মন্তব্য করবেন বলে আশা করি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।