আমাদের কথা খুঁজে নিন

   

পেনড্রাইভ মেমোরী কার্ড ভাইরাস মুক্ত রাখুন

এই কমান্ডটা মূলত পেনড্রাইভ বা মেমোরি কার্ডের জন্য যেগুলোতে ভাইরাসের কারনে সব ফাইল হিডেন হয়ে যায়। ফলে প্রকৃত ফাইল বা ফোল্ডার হিডেন হয়ে থাকে এবং ফোল্ডার গুলোর নামে EXE ফাইল তৈরী হয়। এটা থেকে বাঁচার উপায় কি ? আমাদের মধ্যে অনেকেই জানেন না এই কাজটা অতি দ্রুত এবং সফল ভাবে DOS কমান্ডের মাধ্যমে করা যায়---প্রথমে run>cmd>enter এবার আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ড এর এড্রেস [এটা I: , J:, K: L:হতে পারে] টাইপ করুন। উদাহরনঃ ধরুন আমার পেনড্রাইভ L তাহলে আমার কামান্ডটা হবে নিচের মতো--- প্রথমে লিখুন L: এটা লিখে এন্টার দিন তাহলে আপনার পেনড্রাইভ সিলেক্ট হলো এবার ঝটপট কমান্ড লিখে এন্টার দিন। attrib -s -r -h -a /s /d কমান্ড টা দেখতে হবে এরকম L:\>attrib -s -r -h -a /s /d আপনার কাজ হয়ে যাবে পুরোপুরি যদি সেটা ভাইরাস মুক্ত পিসি হয় তাহলে!  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।