আমাদের কথা খুঁজে নিন

   

আইটিউনস যুগে সংগীতের এক দশক

আইটিউনস প্রতিষ্ঠার সময় যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পের বার্ষিক আয় ছিল ১ হাজার ১৮০ কোটি ডলার। কিন্তু সাইটটি প্রতিষ্ঠার এক দশকের মধ্যেই এ ক্ষেত্রের আয় এসে দাঁড়িয়েছে ৭১০ কোটি ডলারে। মজার ব্যাপার হল, আইটিউনস আসার পরেই বেড়েছিল গান বিক্রির পরিমাণ। তার প্রধান কারণ হল, আইটিউনসে প্রতিটি ডিজিটাল অ্যালবাম ১০ ডলারে এবং অ্যালবামগুলোর প্রতিটি গান ৯৯ সেন্টে বিক্রির ব্যবস্থা করেছিলেন স্টিভ জবস।
অন্যদিকে বাজারের অ্যালবামগুলোর দাম ছিল সে তুলনায় বেশি। এ ব্যাপারটিই আইটিউনস মিউজিক স্টোরের সেবা গ্রহণে আগ্রহী করে তোলে গানপ্রেমীদের। আর এতেই চিরতরে পাল্টে যায় সংগীত বাণিজ্য।
তবে, সিএনএন আইটিউনসকে যতই দোষ দিক না কেন, গানপ্রেমীরা সবসময়ই ছিল সাইটটির পক্ষে। আর বাস্তবতা হল, এক দশকে আইটিউনস গানের জগতকে যেভাবে পাল্টে দিয়েছে তাতে সংগীত শিল্পের আর আগের অবস্থানে ফিরে যাবার কোনো সুযোগ নেই।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।