আমাদের কথা খুঁজে নিন

   

কি বলব তোমারই কান্ড -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী

[৫৪]
কি বলব তোমারই কান্ড
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।

কি বলব তোমারই কান্ড,
অখন্ড হয়ে খন্ড খন্ড
সৃজিলে এই ব্রহ্মাণ্ড-। ।

সীমাহীন তোমার রূপের বাহার
তবু বলছ সাঁই নিরাকার,
ভাল মন্দ তোমার কারবার
সত্য বললে লাগে দন্ড-। ।



ভাবতে ভাবতে হলেম সারা
তাই বসত করি পাগল পাড়া,
না পাই শেষ আগা গোড়া
মধ্যখানে প্রেমানন্দ-। ।

তোমার সাথে বানিয়ে ঘর
হুমকি কেন তার উপর,
কেবা আপন কেবা পর
খুঁজতে গেলে লাগে দন্দ-। ।

তুমি বিনে ইচ্ছা নাই
বিধানে তার আভাষ পাই,
তবে পাপ পুণ্য কেন সাঁই
বললে কথা হয় প্রকান্ড-।



তুমি ক্ষণে একুল ক্ষণে সেকুল
বলতে গেলে হবে ভুল,
যে ভুলে শয়তান হারায় কুল
ফরিদ এবার পড়ল ফান্দে-। ।

তাং ২২-০১-১৯৮০ইং
মণিপুর, মীরপুর, ঢাকা। ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।