আমাদের কথা খুঁজে নিন

   

হাসিনার আসনে হার আ. লীগ প্রার্থীর

উপজেলা নির্বাচনের প্রথম পর্বের ভোটে থাকা পীরগঞ্জে সোমবার ভোটগ্রহণ হয়। গত ১৯ ফেব্রুয়ারি ৯৭টি উপজেলার সঙ্গে এখানে ভোট হওয়ার কথা থাকলেও তা আটকে যায়।

১০৬টি কেন্দ্রের মধ্যে সবগুলোর ফলাফলে দেখা যায়, বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ৪ হাজার ভোটে জয়ী হয়েছেন।

আনারস প্রতীকে নূর মোহাম্মদ মণ্ডল পেয়েছেন ৭৪৯৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত ছায়াদত হোসেন কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৭০৮৭৭ ভোট।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আরেক নেত্রী মেশকোয়ারা হাবিব ১৩ হাজার ৯৫২ ভোট পেয়েছেন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তিনি প্রার্থী হয়েছিলেন।

বিএনপি দশম সংসদ নির্বাচনে অংশ না নিলেও উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে।

নূর মোহাম্মদ মণ্ডল এক সময় জাতীয় পার্টিতে ছিলেন এবং ২০০১ সালের নির্বাচনে তার কাছে হারতে হয়েছিল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে।

শ্বশুরবাড়ির এলাকার এই সংসদীয় আসনে ২০০৮ সালের নির্বাচনে জয় ঘরে তুলেছিলেন প্রধানমন্ত্রী।

সেবার হারতে হয়েছিল নূর মোহাম্মদকে, তবে দল পরিবর্তন করে বিএনপির প্রার্থী ছিলেন তিনি।

এবারের নির্বাচনে বিজয়ী হওয়ার পর গোপালগঞ্জের আসনটি রেখে পীরগঞ্জ ছেড়ে দিয়েছেন শেখ হাসিনা। ওই আসনে উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।  

এই পর্যন্ত অনুষ্ঠিত ৯৭টি উপজেলার নির্বাচনের ৫৬টিতে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থীরা। আওয়ামী লীগ ৩৩ জন প্রার্থী চেয়ারম্যান হয়েছেন।

৯৭ উপজেলায় বেশিরভাগ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেও জয়ী হয়েছে ১৯ দলের নেতারা।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.