আমাদের কথা খুঁজে নিন

   

Cuppa Coffee Club



ঢাকার যে কয়টি কফি শপ আমার পছন্দ তার মধ্যে অন্যতম Cuppa Coffee Club. গুলশান ২ এর মোড়ে The Westin Dhaka এর পরের গলিতে চমৎকার একটা কফি শপ, অনেক জায়গা, নান্দনিক ডেকোরেশন, reasonable price খাবার দাবার এর, রাঁধেও ভাল। এই চমৎকার জায়গাটিতে চিৎকার চেঁচামেচি করা ভিড় থাকে না কখনও, একটা sensible গ্রুপের মানুষেরাই মূলত আসেন এখানে, তাই সব মিলিয়ে ভাল লাগে।

৯ দিন পর অফিসে ঢুকেছি। সকাল ৮টার আগে লিফট চালু হয়না। আমি যেহেতু পৌণে ৮টার মধ্যেই পৌঁছি বরাবর, তাই আমার ক্লান্তিকর সিঁড়ি বেয়ে ওঠা।

৫তলায় আমার অফিস কক্ষে ঢুকে ল্যাপটপটা কাঁধ থেকে নামিয়েছি মাত্র, চোখে পড়লো চমৎকার একটা বাঁধাই করা উপহারের দিকে। একটা পেইন্টিং যেন, সাথে খাম, ওপরে আমারই নাম লেখা!

মোড়কটা খুললাম, একটা অর্কিড এর ছবি, ছিমছাম ফ্রেমে বাঁধাই করা। তাকালে চোখ সরাতে ইচ্ছে করেনা। খামটা খুললাম। ছোট্ট একটা চিঠি।



'Congratulations to you for publishing your poems in the book "Ekfota Brishti Hote Jodi."

Poets have a burden of enriching our consciousness and culture with their thoughts and ideas, and their ability to put in beautiful stings of words that touch our hearts, ultimately enriching human civilization.

May your words shine light on different shared of grey as we advance as a nation and reveal the beauty in our culture and heritage.'

এই চমৎকার চিঠিটি যিনি লিখেছেন তার রুচি এবং মননশীলতার সাথে আমার পরিচয় বেশ কিছুদিনের। এমন ২-৪ জন রুচিশীল মানুষের অস্তিত্ব আছে বলেই এখনও বেঁচে থাকাটা অতটা কষ্টকর হয়ে ওঠেনি যতটা হয়ে উঠতে পারতো আদতে।

Mystic Group, Maati Foods limited, Coffee Cuppa Club এবং Tridhara Institute of Photography এর পেছনের প্রিয় মানুষ Borhanuddin Talukder ভাইকে অনেক ধন্যবাদ একটা চমৎকার সকাল উপহার দেবার জন্য।

শুভ সকাল ঢাকা। একফোঁটা বৃষ্টি হতে যদি!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.