বার্তাসংস্থা বিবিস এক প্রতিবেদনে জানিয়েছে, বার্সেলোনায় চলতি ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে নতুন স্মার্টফোনটির প্রোটোটাইপ দেখিয়েছে মোজিলা। হার্ডওয়ারের বিবেচনায় বাজারের প্রিমিয়াম স্মার্টফোনগুলোর মতো শক্তিশালী হবে না মোজিলার স্মার্টফোনটি। তবে স্মার্টফোনটি চলবে মোজিলার নিজস্ব অপারেটিং সিস্টেমে, থাকবে স্মার্টফোনটির জন্য বিশেষভাবে তৈরি বিভিন্ন অ্যাপ।
মোজিলার নতুন স্মার্টফোনটি কম দামে স্মার্টফোন কিনতে ইচ্ছুক এমন ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করবে এমনটাই মন্তব্য করেছেন প্রযুক্তিবিশ্লেষকরা।
স্মার্টফোন বাজারের প্রভাবশালী প্রতিষ্ঠানগুলো ক্রমশ কমদামের স্মার্টফোন নির্মাণের দিকে ঝুঁকলেও উন্নয়নশীল দেশগুলোর বাজারে সাফল্যের আশা করছে মোজিলা। স্মার্টফোন নির্মাণের খরচ ও সময় সাশ্রয়ের মাধ্যমে ক্রেতার হাতে কমদামে ওয়েব ব্রাউজিং উপযোগী স্মার্টফোন তুলে দেওয়া সম্ভব বলেই এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে স্প্রেডট্রাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।