আমাদের কথা খুঁজে নিন

   

হাঁফিয়ে উঠেছেন জেনিফার লরেন্স

একনাগাড়ে অভিনয় করতে করতে হাঁফিয়ে উঠেছেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। ছবি তো অনেক হল, এবার চাই একটু বিরতি। কাজহীন কিছুটা সময়। তাই টানা এক বছরের জন্য বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাফল্যের শীর্ষে অবস্থান করা ২৩ বছর বয়সি এ অভিনেত্রী। রবিবার ‘ব্রিটেইনস দ্য সানডে’কে এ কথা জানান তিনি।

গত কয়েক বছরে ‘এক্স-ম্যান’ ও ‘হাঙ্গার গেইমস ক্যাচিং ফায়ার’-এর মত একের পর এক হিট ছবি দিয়ে ব্লকবাস্টার মাতিয়ে বর্তমানে সাফল্যের জোয়ারে ভাসছেন লরেন্স।

সম্প্রতি চলচ্চিত্র প্রযোজক ও জেনিফারের সবচেয়ে বড় সমর্থক হারভে ওয়েন্সটেইন তরুণ এ অভিনেত্রীর দীর্ঘ এক বছর স্পটলাইটের বাইরে থাকার সংবাদটি গণমাধ্যমে প্রকাশ করেছেন। ঢেলে প্রশংসাও করেন। ওয়েন্সটেইন বলেন, কাজের ক্ষেত্রে জেনিফার কোন আপোস করে না। সে কথার মূল্য রাখতে পছন্দ করে।

যখন তার বিরতিতে যাওয়ার প্রয়োজন ছিল তখনও সে ‘আমেরিকান হাসেল’ ছবিতে অভিনয়ের জন্য রাজী হয়ে যায়। এরপর ‘হাঙ্গার গেইমস’ এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়। তখন সে বুঝতেই পারেনি এ ছবিটি তার জীবন ও সময়কে কতটা আবদ্ধ করে ফেলবে। সবসময়ই সে পেশাগত দিকটিকেই সবার আগে গুরত্ব দিয়েছে। ’

জানা যায়, গত বছর আটটি ছবিতে অভিনয় করেছেন জেনিফার।

বর্তমানে ভীষণ ব্যস্ত থাকায় চলতি বছর সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে ‘বাফটা’ অ্যাওয়ার্ড অর্জন করলেও অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারাটা তার জন্য ছিল খুবই স্বাভাবিক। এখনও তার হাতে আছে মুক্তির প্রতীক্ষায় থাকা এক ঝাঁক ছবি। কঠোর পরিশ্রমী জেনিফার ২০১৩ সালে ‘সিলবার লিনিংস প্লেবুক’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে প্রথমবার অস্কার অর্জন করেন। চলতি বছরও ৮৬তম অস্কারে তার অভিনীত ‘আমেরিকান হাসেল’ ছবির জন্য পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেত্রীর মনোনয়ন।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.