তীব্র আন্দোলন ও সহিংসতার মুখে প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানোকোভিচের উৎখাতের পর ইউক্রেনে ঐক্যমত্যের সরকার গঠিত হতে যাচ্ছে। দেশটির অর্ন্তবর্তী প্রেসিডেন্ট আলেকজান্ডার তুর্কিনভ শিগগিরই এ সরকার গঠন করতে যাচ্ছেন। অপরদিকে ইয়ানোকোভিচের বিরুদ্ধে একটি সন্ত্রাসবিষয়ক মামলা দিয়ে তার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
এদিকে, অর্ন্তবর্তী প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি না দিলেও বলেছে যে, ইয়ানোকোভিচ আর সক্রিয়ভাবে দেশের নেতৃত্বে নেই। ইউক্রেন ইস্যুতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ওয়াশিংটনে এক বৈঠকে মিলিত হতে যাচ্ছেন।
বৈঠকে তারা ইউক্রেনের জন্য জরুরি আর্থিক সহায়তার বিষয় নিয়ে আলোচনা করবেন।
উৎখাতের পর থেকেই ইয়ানোকোভিচ কোথায় আছেন তা কারও জানা নেই। তবে সংবাদমাধ্যমের প্রতিবেদনে তিনি ক্রিমেয়া নামে ব্ল্যাক সি ও আজব সি’র মধ্যবর্তী এক ইউক্রেনিয়ান পেনিনসুলায় অবস্থান করছেন। তবে এসব প্রতিবেদন নিয়ে সন্দেহ রয়েছে।
দেশটির ভারপ্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রী আরসেন আভাকভ বলেন, শান্তিকামী নাগরিকদের গণহত্যার জন্য ইয়ানোকোভিচ এবং অন্যন্য কর্মকর্তার বিরুদ্ধে একটি সন্ত্রাসবিষয়ক মামলা করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।