স্টাফ রিপোর্টার : মুক্তাগাছায় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী বিল্লাল হোসেন সরকার ঘোড়া আর এএসএম জাকারিয়া হারুন আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন । মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সোমবার মুক্তাগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একজন ও ভাইস চেয়ারম্যান পদে একজন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
দলীয় সূত্র জানায়, মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে সচেতন নাগরিক সমাজের ব্যানারে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন।
এরপর থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য তার ওপর দলীয় চাপ অব্যাহত থাকে। অবশেষে সোমবার তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
অপরদিকে উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শামসুল হক স্থানীয় ১৯ দলীয় সমঝোতায় ভাইস চেয়ারম্যান পদে তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
সর্বশেষ মুক্তাগাছায় চেয়ারম্যান তিনজন, ভাইস চেয়ারম্যান পদে তিন জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, চেয়ারম্যান পদে এ এস এম জাকারিয়া হারুন (বিএনপি), বিল্লাল হোসেন সরকার (আওয়ামী লীগ) ও ইসাহাক আলী সরকার (কৃষক লীগ)। ভাইস চেয়ারম্যান পদে মো. তারেক (আওয়ামী লীগ), গোলাম শাহরিয়ার শরীফ (বিএনপি) ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুশফিকুর রহমান (সচেতন নাগরিক সমাজের) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুমি দাস (আওয়ামী লীগ), নাজমুন নাহার দিলু (সচেতন নাগরিক সমাজ) ও রাশিদা বেগম (স্বতন্ত্র), আজিজা রহমান(বিএনপি)।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।