আমাদের কথা খুঁজে নিন

   

ধর্মমন্ত্রীর ছোট ভাইসহ পাঁচজন বহিষ্কার

ময়মনসিংহ : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমানের ছোট ভাই আফাজ উদ্দিন সরকারসহ পাঁচজনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারির ময়মনসিংহ সদর উপজেলা নির্বাচনের মাত্র দুই দিন আগে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় এসব প্রার্থীদের সোমবার দিনগত রাত সোয়া ১টায় বহিষ্কার করেন জেলা আওয়ামী লীগ সভাপতি প্রিন্সিপাল মতিউর রহমান ও সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার। বহিষ্কৃতরা হচ্ছেন_ চেয়ারম্যান পদপ্রার্থী আফাজ উদ্দিন সরকার ও ফয়জুর রহমান ফকির। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবু সাঈদ দ্বীন ইসলাম ফকরুল, রফিকুল ইসলাম সিদ্দা ও আনোয়ারুল হক রিপন। ফরিদপুরে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে আগুন : নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে সোমবার মধ্য রাতে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

ইউনিয়নের আখালীপাড়া গ্রামে এই নির্বাচনী ক্যাম্পের পরিচালনার দায়িত্বে নিয়োজিত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফুল মিয়া ও সাধারণ সম্পাদক আবিয়ার রহমান জানান, প্রতিদিনের মতো কাজ শেষ করে অফিসে তালা দিয়ে রাত ১১টায় বাড়িতে চলে আসি। সকালে অফিসে গিয়ে দেখি কে বা কারা অফিসটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। কুষ্টিয়ায় চেয়ারম্যান প্রার্থীর জরিমানা : কুষ্টিয়ার মিরপুরে আসন্ন ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এক চেয়ারম্যান প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজাম মুনিরা গতকাল বিকালে তালবাড়িয়া এলাকায় উপজেলা পরিষদ নির্বাচন আচরণবিধি ২০১৩-এর ২৫ ধারা লঙ্ঘন করে বড় ব্যানার সাঁটানোর অপরাধে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী উপজেলা জামায়াতের আমির আবদুল গফুরের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। বাগেরহাটে এজেন্টদের নামে মামলার অভিযোগ : বাগেরহাটে কচুয়া ও ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের সন্ত্রাসী বাহিনীর সশস্ত্র মহড়া ও ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকি প্রদানসহ শাসক দল সমর্থিত লোকদের প্রিসাইডিং অফিসার নিয়োগ দেওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার বিকাল ৪টায় সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপির সভাপতি এম এ সালাম।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কচুয়ায় ১১টি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার পরিবর্তন করে দলীয় প্রিসাইডিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে আগুনের ঘটনায় উল্টা পরিকল্পিতভাবে বিএনপির সমর্থিত প্রার্থীর ৩৫ পুলিং এজেন্টদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা শেখ ওয়াহিদুজ্জামান দিপু, মোজাফফর রহমান আলম, খায়রুজ্জামান শিপন, শেখ শাহেদ আলী রবি, সেলিম ভঁূইয়া প্রমুখ। লাকসামে ১৯-দলীয় প্রার্থীদের হয়রানি : কুমিল্লার লাকসাম উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থী ও দলীয় নেতা-কর্মীদের হয়রানিসহ নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টির প্রতিবাদে মঙ্গলবার দুপুরে লাকসাম সদরে জোটের প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবদুর রহমান বাদল, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ছৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী ও মহিলা ভাইস চেয়ারমান প্রার্থী আফরোজা আক্তার বেবী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

প্রার্থিতা প্রত্যাহার করায় মহাসড়ক অবরোধ : তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল নেতা-কর্মীদের ভোটে বিজয়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান মুন্সী মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। পরে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা ঢাকা-হোমনা-তিতাস আঞ্চলিক মহাসড়ক প্রায় ১ ঘণ্টা অবরোধ করে রাখেন। গোপালগঞ্জে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ : গোপালগঞ্জে দুই ভাইস-চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ও মহাসড়ক অ্বরোধের ঘটনা ঘটেছে। সোমবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার চর শুকতাইলের কুঠিবাড়ী ও নিমতলা নামক স্থানে এসব ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার শুকতাইলের কুঠিবাড়ী গ্রামে ভাইস-চেয়ারম্যান প্রার্থী তাসবিরম্নল হুদা বাবু ও মো.মাসুদুর রহমান বুলগানের সমর্থকদের মধ্যে পথসভা করা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। [প্রতিনিধিদের পাঠানো খবর]

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.