জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে আজিজুল হক (৩০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। গতকাল মঙ্গলবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত গরু ব্যবসায়ী উপজেলার সাত বাড়িয়া গ্রামের তোফাজ্জল হকের ছেলে।
হাটখোলা বিওপি ক্যাম্প সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে আজিজুল ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে আসার সময় ভারত সীমান্তের প্রায় এক হাজার গজ অভ্যন্তরে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বুধবার সকাল সাড়ে ১০টায় শেষ খবর পাওয় পর্যন্ত নিহত আজিজুল হকের মরদেহ বিএসএফ সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়পুরহাট বিজিবি-৩ এর অধিনায়ক লে. আব্দুর রাজ্জাক।
তিনি বলেছেন, নিহত আজিজুল হকের লাশ ফেরত চেয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফর কাছে চিঠি পাঠানো হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।