আমাদের কথা খুঁজে নিন

   

Android মজা [পর্ব-৩৮]:: আপনি কি আপনার Android মোবাইলে অতিরিক্ত Apps ইন্সটল করে ফেলেছেন! (তাহলে নিয়ে নিন সমাধান)

Ads by Techtunes - tAds

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।


আমরা অনেকে Android এর হাতে পেয়ে, নানা রকম জানা-অজানা Apps ইন্সটল করে ফেলি আর অতিরিক্ত Apps ইন্সটল করার কারনে আমাদের ফোন টা হয়ে যায় স্লো, আর আমরা ইন্সটল দিতে পারি কিন্তু রিমুভ এর অপশন খুঁজে পাই না। আজ আমি আপনাদের Apps দিয়ে এবং Apps ছাড়া কিভাবে ইন্সটল দেওয়া Apps রিমুভ করতে হয়, তা শিখব।

১। Apps ছাড়া ইন্সটল দেওয়া Apps রিমুভ করার নিয়মঃ

প্রথমে Menu>Settings> Apps এ ক্লিক করুন, এখানে আপনার ইন্সটল দেওয়া Apps গুলো দেখতে পাবেন নিচের মত করে, এবার আপনি যে Apps টি রিমুভ করতে চান তা সিলেক্ট করে Uninstall বাটনে ক্লিক করুন, তাহলে Apps টি রিমুভ হয়ে যাবে।

২। Apps দিয়ে ইন্সটল দেওয়া Apps রিমুভ করার নিয়মঃ
প্রথমে এখান থেকে Apps টি ডাউনলোড করে আপনার মোবাইলে ইন্সটল করুন, তারপর অন্যান্য Apps এর ন্যায় চালু করুন। তারপর এখানে আপনি আপনার ইন্সটল দেওয়া সবগুলো Apps দেখতে পাবেন।

এবার যে Apps টি রিমুভ করবেন তা সিলেক্ট করে Uninstall বাটনে ক্লিক করুন।

ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.