‘ক্রীড়াঙ্গনের অস্কার’ খ্যাত এই পুরস্কারের পুরুষ বিভাগের সংক্ষিপ্ত তালিকায় আরো আছেন ব্রিটেনের দূরপাল্লার দৌড়বিদ মো ফারাহ, যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা লেব্রন জেমস ও জার্মানির ফর্মুলা ওয়ান তারকা জেবাস্টিয়ান ফেটেল।
বুধবার মেয়েদের বিভাগের সংক্ষিপ্ত তালিকাও ঘোষণা করা হয়। ঐ তালিকায় আছেন মেদের টেনিসের এক নম্বর তারকা সেরেনা উইলিয়ামস, ২০১৩ সালের ফিফা বর্ষসেরা নারী ফুটবলার নাদিন অ্যাঙ্গারার, যুক্তরাষ্ট্রের সাঁতারু মিসি ফ্রাঙ্কলিন, জ্যামাইকার দৌড়বিদ শেলি-অ্যান ফেজার-প্রাইস, রাশিয়ার পোল ভল্টার ইয়েলেনা ইসিনিবায়েভা ও স্লোভেনিয়ার স্কিয়ার টিনা মেজ।
আগামী ২৬ মার্চ মালয়েশিয়ার কুয়ালা লামপুরে এক অনুষ্ঠানে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
গত পাঁচ বছরের মধ্যে ২০০৯, ২০১০ ও ২০১৩ সালে এই পুরস্কার জিতেছেন বোল্ট। ২০১১ সালে স্পেনের নাদাল ও ২০১২ সালে সার্বিয়ার টেনিস তারকা নোভাক জোকোভিচ এ পুরস্কার পান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।