আমাদের কথা খুঁজে নিন

   

আকমলের শতকে পাকিস্তানের প্রথম জয়

বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে উমর আকমলের শতকে ৯ উইকেটে ২৪৮ রান করে পাকিস্তান। জবাবে ৪৭ ওভার ২ বলে ১৭৬ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।


আহমেদ শেহজাদের (৫০) অর্ধশতক আর ৫৫ রানের উদ্বোধনী জুটির পরও ৮৯ রানে চার উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে পাকিস্তান। এরপর শোয়েব মাকসুদ ও শহীদ আফ্রিদির ব্যর্থতা দলের বিপদ বাড়ায় আরো।
১১৭ রানে ৬ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়া পাকিস্তানকে আড়াইশ’র কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব দ্বিতীয় শতক পাওয়া আকমলের।


শেষ ওভারে ছক্কা মেরে শতকে পৌঁছানো আকমল অপরাজিত থাকেন ১০২ রানে। ২৮ রানে একবার জীবন পাওয়া এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ৮৯ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা। এ রান করার পথে আনওয়ার আলীর (২১) সঙ্গে ৬০ ও উমর গুলের (১৫) সঙ্গে ৪০ রানের কার্যকর দু’টি জুটি গড়েন তিনি।


আফগানিস্তানের পক্ষে মিরওয়াইস আশরাফ, সলিমুল্লাহ সেনওয়ারী ও দৌলত জারদান দুটি করে উইকেট নেন।
জবাবে নুর আলী জারদান (৪৪), আসগর স্তানিকজাই (৪০) ও নওরোজ মঙ্গল (৩৫) আফগানিস্তানকে ২ উইকেটে ১৩৯ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করিয়েছিলেন।


৩৭তম ওভারের শেষ বলে আফ্রিদি আসগরকে মোহাম্মদ হাফিজের ক্যাচে পরিণত করে ৭৪ রানের তৃতীয় উইকেট জুটি ভেঙ্গে স্বস্তি ফেরান পাকিস্তান শিবিরে। এরপর আর পেরে উঠেনি আফগানিস্তান। নিয়মিত উইকেট হারানোয় দুইশ’ পর্যনন্ত যেতে পারেনি তারা।
আফগানিস্তানকে ১৯০ রানের ভেতর বেধে রেখে দলকে বোনাস পয়েন্ট এনে দেয়ায় বড় অবদান হাফিজ (৩/২৯) ও সাঈদ আজমলের (২/২৫)।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ৫০ ওভারে ২৪৮/৯ (শারজিল ২৫, শেহজাদ ৫০, হাফিজ ১০, মাকসুদ ১৩, মিসবাহ ০, আকমল ১০২*, আফ্রিদি ৬, আনওয়ার ২১, গুল ১৫, আজমল ১*; আশরাফ ২/২৯, সলিমুল্লাহ ২/৩৪, দৌলত ২/৭৩, হামজা ১/২২)

আফগানিস্তান: ৪৭.২ ওভারে ১৭৬ (শাহজাদ ৯, নুর আলী ৪৪, আসগর ৪০, মঙ্গল ৩৫, নবী ১৫, নাজিবুল্লাহ ১, সলিমুল্লাহ ১৪, আশরাফ ৪, দৌলত ০, শাপুর ১, হামজা ০*; হাফিজ ৩/২৯, আজমল ২/২৫, গুল ২/৪৪, আফ্রিদি ১/৩১)




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.