ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাটাখালি ব্রীজের কাছে ডাকাতদলের লাঠির আঘাতে গুরুতর আহত হয়েছেন ঝিনাইদহ সদর থানার এসআই মিজানুর রহমান ও এসআই ইকবাল হোসেন।
তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিত্সার জন্য যশোর সামরিক হাসপাতালে ভর্তি করেছে।
তবে পুলিশ ডাকাতের হামলার ঘটনা অস্বীকার করছে। পুলিশের দাবি ওই দুই কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
কোটচাঁদপুর থানার ওসি শাহজাহান জানান, গতকাল রাত ১০টার দিকে মহেশপুর উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন শেষে ইকবাল হোসেন ও মিজানুর রহমান ঝিনাইদহ শহরে ফিরছিলেন।
পথিমধ্যে তারা কালীগঞ্জ জীবননগর সড়কের কাটাখালি ব্রীজের কাছে পৌঁছালে দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন।
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সক ইয়াকুব আলী জানান, আহত দুই পুলিশ কর্মকর্তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। দুর্ঘটনার পর তাদেরকে পিটিয়ে জখম করা হয়েছে। গুরুতর অবস্থায় তাদের যশোর সিএমএইচএ পাঠানো হয়েছে।
দুই পুলিশ কর্মকর্তার উদ্ধারকারী পথচারীরা জানান, ডাকাত দলের ব্যারিকেড ভাঙতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা রাস্তার ওপর ছিটকে পড়েন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।