আমাদের কথা খুঁজে নিন

   

পেত্নির রান্নাবান্না

সেদিন ছিল শুক্ল তিথি মাসটা ছিল আষাঢ়,

ভরসন্ধ্যায় বিল্টু গেল একটু দূরে বাসার।

হঠাৎ দেখে পেত্নিবুড়ি মনেরই আহ্লাদে,

জারুলগাছের তলে বসে কী যেন সব রাঁধে--

শুক্ত দিয়ে পিঁপড়ের ঝোল, দোক্তা পাতার বড়ি,

পাতায় মোড়া গুবরেপোকা, ফড়িং-চচ্চরি।

মুচমুচে এক কাঁকড়া ভাজে, সঙ্গে কোলাব্যাঙ

চুতরাপাতার সবুজ রসে তেলাপোকার ঠ্যাং।

রাঁধছে আর বাঁধছে ছড়া-- নাকি সুরে হাসে,

এসব দেখে ছুট লাগাল বিল্টু উর্ধশ্বাসে।

পেছন পেছন দৌঁড়ে এসে বলল-- “এঁসঁব খাঁনাঁ,

তোঁর জঁন্যঁই রাঁধছিঁ আঁমিঁ এঁকটুঁ খেঁয়েঁ যাঁ নাঁ।”


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.