ঘরের মাঠে জার্মানির সবচেয়ে সফল দলের অন্য গোল দুটো অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড আলাবা ও ক্রোয়েশিয়ান স্ট্রাইকার মারিও মানজুকিচের।
শালকের সান্ত্বনার লক্ষ্যভেদ ব্রাজিলিয়ান ডিফেন্ডার রাফিনিয়ার আত্মঘাতী গোলের সৌজন্যে। ৭৬ মিনিটে গ্রিক ডিফেন্ডার কিরিয়াকোস পাপাদোপুলোসের লাল কার্ড দশ জনের দলে পরিণত করে শালকেকে।
জিতেছে গতবারের রানার্স-আপ বরুসিয়া ডর্টমুন্ডও। ঘরের মাঠে নুরেমবার্গকে ৩-০ গোলে হারিয়েছে তারা।
বিজয়ী দলের তিন গোলদাতা ডিফেন্ডার ম্যাটস হামেলস, স্ট্রাইকার রবার্ত লেভানদভস্কি ও মিডফিল্ডার হেনরিখ মাখিতারিয়ান।
তবে আরেক স্বাগতিক বায়ার লেভারকুজেন ১-০ গোলে হেরে গেছে মেইঞ্জের কাছে। লেভারকুজেনের এটা টানা তৃতীয় হার।
২৩ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে দারুণ নিশ্চিন্ত বায়ার্ন। সমান ম্যাচে ৪৫ ও ৪৩ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে বরুসিয়া ও লেভারকুজেন।
বুন্দেসলিগার অন্যান্য ম্যাচে ভার্ডার ব্রেমেন ১-০ গোলে হামবুর্গকে হারিয়েছে এবং অগসবুর্গ ও হ্যানোভার ১-১ গোলে ও আইনট্রাখট ব্রাউনশোয়াইগ ও বরুসিয়া মনশেনগ্লাডবাখ ১-১ গোলেই ড্র করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।