আমাদের কথা খুঁজে নিন

   

অনুকাব্য২

১)
ঊনিশেতে এসে তোমায়_ছুঁব বলে হাতটি বাড়াই,
বিশ ফাগুনে তোমায় আমি জাপটে ধরে বুঁকে জড়াই,
একুশেতে কোথায় তুমি? তোমায় ছাড়াই দিন কেটে যায় ।

২)
একতাতেই বল আসে যে,
আসে বন্ধু আসে রে ।
ঠিক পরে দেখ সাগর মাঝে,
কোলে তোলে বন্ধুরা তোর-
তোকে নিয়ে ভাসে রে ।

৩)
চাঁদের রঙটি হলুদ কেন জানতে চেয়ে প্রিয়া,
দেখো যেন ভুল না করো, বিলিয়ে দিয়ে হিয়া ।

৪)
সন্ধ্যে নামলে চুপিসারে, আসবে সে মনের দ্বারে ।


দুয়ার খুলে রেখো তুমি, তার আশাতে থেকো তুমি ।
হঠাৎ দেখো স্পর্শ পাবে, সে তোমাকে কাছে নেবে ।
ফিসফিসিয়ে বলবে কানে, আমায় তুমি ভালবাসবে?

৫)
সখী তোমার এমন জাদু না যায় তোমায় ধরিতে , না পারা যায় সরিতে ।

৬)
এত্তগুলা কথা আমার জমা
আছে,
বুক-পকেট আর থলেতে ।

শুনবে বলে চলে এসো এক
বিকেলে,
নাহয় ফেলব জলেতে ।



৭)
আল-কায়দা আল-কায়দা,
বন্দুক হাতে আল-কায়দা,
বন্ধু সেজে আল-কায়দা,
আসবে নাকি আল-কায়দা?
লুট করতে সব ফায়দা,
করবে তাদের অল কায়দা,
বোম মেরে সব উড়িয়ে দেবে
এরাই হল আল-কায়দা ।

৮)
_আজকে এমন বর্ষা রাতে বাসায় গিয়ে ঘুমোও গিয়ে এই যে শোন রাতের রানী ।

-আজকে এমন বর্ষা রাতে মা আর বোনে খাবে যে কি, টাকা পেলেই খাবার আনি ।

৯)
আমি যা-ই করি ভাই
তা-ই যেন ঠিক ভাল ।
আমি অন্ধকারে চেঁচিয়ে বলি,
"জ্বালো মশাল জ্বালো ।

"

১০)
কাছে যাওয়ার জন্য তোমার
কত কি যে করি ,
একটু একটু করে আমি
তোমার দিকেই সরি ।

কাছে যাওয়ার জন্য তোমার
কত কি যে করি ,
এত্তগুলা টাকার বাজি
তোমার নামেই ধরি ।

কাছে যাওয়ার জন্য তোমার
কত কি যে করি ,
দৌড়তে গিয়ে গাড়ির পেছন
ধপাস করে পড়ি ।

কাছে যাওয়ার জন্য তোমার
কত কি যে করি ,
কোমড়টা আজ ভেঙ্গে
হায় হায়! এখন আমি মরি ।

১১)
কাহার কথা ভাবিয়া আমি
তাহার জন্য রাত্রি জাগি?
কাহাকে কাছে পাইনা বলে
তাহার উপর মিছে রাগি?

১২)
ব্যস্ত শহর
একলা হাঁটি,
কাহার ছবি ভাসে?

কে যেন সে
আমায় দেখে,
তোমার মত হাসে।



১৩)
করিলাম আজিকে পণ,
নীতির পরে নীতি বুলিয়া
মানুষ করিব সচেতন ।
সকলে আমার নীতি দেখিয়া
যারপনা কহিবে বাহ বাহ!

দুয়ারে কে, এতিম নাকিরে?
ভাগ হতভাগা যাহ যাহ!

১৪)
-এই যে অবুঝ মেয়ে,
একটু সরে যেয়ে,
এদিক ওদিক কিগো খুঁজো
বাঁকা চোখে চেয়ে?

_অবুঝ আমি নাকি?
আড়াল হয়ে থাকি,
আমার সকল ইচ্ছেগুলো
গোপন করে রাখি।

১৫)
তোমার জন্য
এই সেজেছি ভৃত্য,
তুমি সীমার বাইরে থাকো,
আমি হলাম বৃত্ত।

১৬)
আমার উপর শৃংখল যত চাপিয়েছ হে শাষক লোক,
মনে রেখো এই শৃংখল মাঝেই কাটা পড়বে তোমার ভোখ!

১৭)
হারের সাথে আড়ি,
যাব না তার বাড়ি,
হারকে আজি
পাশ কাটিয়ে
আকাশে দিব পাড়ি,
করব উড়াউড়ি ।

১৮)
চাঁদের সাথে মিলটি রেখে
ডাকতাম যাকে চন্দ্রাবতী,
আজ আকাশে অমার আধার
তাই বুঝিনা তাহার গতি?

১৯)
তোমাকে আমি বন্ধু ডাকি ।


আদিম তোমার স্পর্শ
ভয়ে নিজেকে আমি গুটিয়ে রাখি ।
তোমার থেকে দূরে থাকি ।
তাইতো তোমায় বন্ধু ডাকি ।

২০)
কৈ রে তোরা আয় দেখে যা, এই
পেঁকেছে চুল রে,
পাত্রী যত দেখরে শত, ফোটাবো
বিয়ের ফুল রে।

২১)
আজকে তোমায় জয় করবো
রাত্রি নামলে পরে।


হাতের 'পরে হাত রাখবো
যেওনাকো যেন সরে।
মিলন সুখে থাকবো দুজন
পরান যাবে ভরে।

২২)
মিলনের রাত নেমেছে,
চলো তবে মিলে যাই।
প্রেমেতে বাধ লেগেছে,
এসো তবে মুড়ি খাই।

২৩)
সূর্য বুঁকে কাকে দেখে..
অবচতনে হাতটি বাড়াই,
স্মৃতির মুখে কালি মেখে
হাতটি পুড়ে ছাই হয়ে যায়।



২৪)
কামনায় যারে চাহিগো আমি
তারে কেন এত পাইনা।
হঠাৎ একবার দেখা হয়_
কেন বারেবার দেখা হয়না।
চিনচিনে এক অদ্ভুদ ব্যথা
এ ব্যথা যে আর সয় না।

২৫)
____অদ্য রাত____
(03/08/2013)

জানো, অদ্য রাতে এসেছিলে স্বপ্নের পিঠে চড়ে?
অদ্য রাতেই ভেসেছি মোরা স্বপ্নেতে ভর করে।
অদ্য রাতে তোমায় নিয়ে খুনসুটিতে মগ্ন,
অদ্য রাতে হঠাৎ করেই পেয়েছি প্রেমের লগ্ন।


অদ্য রাতে ছুঁয়েছি ওই উষ্ণ কোমল হাতটি,
ইতিহাসে লিখা হল অদ্য এই রাতটি।

২৬)
আজকে চাঁদনীর ভরা যৌবন

তোমায় ছাড়া মরা মৌ-বন।

২৭)
আচ্ছা চাঁদ, বলতে পারো
তোমাতে কেন এত মায়া?
তোমারে আমি খুঁজে ফিরি
ধরবো বলে তোমার ছায়া।

২৮)
পরিচিত সন্ধ্যা. . . . . . .
অপরিচিত মানুষেরা. . . . . . .
পরিচিত ঠান্ডা বাতাস. . . . . . .
অপরিচিত তার ঘ্রাণ. . . .
পরিচিত এক চাঁদ. . . . . . . .
স্মৃতিগুলো অম্লান. . . . . . . . . .।

২৯)
অধঃদৃষ্টি উর্ধ করে একবার সামনে এসে দাঁড়াও. . . . .।


একবার শুধু কাজল কালো চোখ রাঙ্গা করো. . . . . .।
. . . . . .শতবার তোমার পদতলে শিউলী এনে দিব।
. . . . . .নিয়ত বেলফুলের মালা তোমার খোঁপায় জড়াবো।

৩০)।

সোর্স: http://prothom-aloblog.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.