নাটোরের বাগাতিপাড়া উপজেলার চিথলিয়া গ্রামে আজ রবিবার সকালে এক সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে। সকালে বাঁশবাগানে গরু বাঁধতে গিয়ে ওই গ্রামের বাসিন্দা আমিরুল শেখ সুরঙ্গটি দেখতে পান। সুড়ঙ্গটি সাত ফুট লম্বা ও তিন ফুট প্রশস্ত। খবর পেয়ে এটি দেখতে ভিড় জমাচ্ছে গ্রামবাসী।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর জমির মালিককে সুড়ঙ্গটি বন্ধ করে দিতে বলা হয়েছে।
কে বা কারা, কেন সুড়ঙ্গটি তৈরি করেছে—এ বিষয়ে তদন্ত হবে।
এলাকাবাসীর ধারণা, জায়গাটি নিরিবিলি হওয়ায় সন্ত্রাসীরা কাউকে গুম করে রাখা বা অবৈধ বস্তু লুকিয়ে রাখতে সুড়ঙ্গটি তৈরি করে থাকতে পারে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে চিথলিয়া গ্রামের আমিরুল শেখ তাঁর ভাই কাইমুদ্দিন শেখের মালিকানাধীন বাঁশবাগানে গরু বেঁধে রাখতে যান। তখন সুড়ঙ্গ-মুখটি তাঁর চোখে পড়ে। এর সামনে পানির বোতল ও সিগারেটের প্যাকেটও পড়ে থাকতে দেখেন তিনি।
খবর পেয়ে গ্রামের শত শত মানুষ সেখানে ছুটে যান। গ্রামবাসীর ধারণা, অতি সম্প্রতি সুড়ঙ্গটি খোঁড়া হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।