চট্টগ্রামে লোহাগড়া উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আফসারসহ জামায়াতে ইসলামীর ছয় কর্মীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। আজ রবিবার জামিন নিতে গেলে চট্টগ্রামের বিচারিক আদালত এ আদেশ দেন। স্থানীয় সাংসদ আবু রেজা নদভীর ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তারা জামিন নিতে যান।
নুরুল আফসার ছাড়া অন্যরা হলেন: মো. শফি, মোস্তাক খন্দকার, মো. মাহফুজ, মো. নাসির উদ্দিন ও কাজী জসীম।
জানা যায়, লোহাগড়ার চুনুটিতে গত ৩১ জানুয়ারি একটি ধর্মীয় অনুষ্ঠানে সংসদ সদস্য আবু রেজা নদভীর ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জামায়াত-শিবিরের দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই ছয়জন মামলার এজাহারভুক্ত আসামি। আজ দুপুরে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নুরুল আফসারসহ ছয়জন চট্টগ্রাম বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদেরকে জেলহাজতে পাঠান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।