আমাদের কথা খুঁজে নিন

   

গুগল ম্যাপসে মেক্সিকোর কোরাল রিফ

প্রযুক্তিসংবাদবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে,  গুগলের ‘আন্ডারওয়াটার স্ট্রিট ভিউয়ে’ মেক্সিকোর উপকূলের প্রয়োজনীয় হাই রেজ্যুলুশন ছবি সরবরাহ করছে ক্যাটলিন সিভিউ নার্ভে।

মেক্সিকো উপকূলে সিএসএস কাজ শুরু করেছে ২০১২ সালের সেপ্টেম্বর মাস থেকে।  থেকে সমুদ্রতলের কোরাল রিফের উপর নজরদারি করতে বিজ্ঞানীদের সাহায্য করে প্রতিষ্ঠানটির তোলা ৩৬০ ডিগ্রি প্যানারমিক ছবি গুলো।

গুগলের ঘোষণা অনুযায়ী ম্যাপিং অ্যাপ যোগ হওয়া নতুন ছবিগুলোর মধ্যে আছে মেক্সিকোর দক্ষিণাঞ্চলে অবস্থিত আইসলা মুজেরেস এবং কানকুনের সমুদ্রতলের কোরাল রিফ আর জীববৈচিত্রের ছবি । ব্যবহারকারীদের দৃষ্টি কেড়েছে আইসলা কন্টয় উপকূলের হোয়েল শার্ক আর আইসলা মুজরেসের উপকূলে ডুবে থাকা গাড়িকে চারাপাশের সাঁতরে বেড়ানো রঙ বেরঙের মাছ।

গুগল ম্যাপসের ‘স্ট্রিট ভিউ ওশন’ অংশে যোগ হয়েছে ছবিগুলো। বারমুডা এবং স্যান ফ্রান্সিসকোর কোরাল রিফ, গ্যালাপগোস সাগরের সি লায়ন এবং গ্রেট ব্যারিয়ার রিফের কচ্ছপরে ছবি   স্ট্রিট ভিউ ওশনে যোগ হয়েছে আগেই।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.