বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হলো দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলাকে। গত ২৭ ফেব্রুয়ারি বগুড়া ক্যান্টনমেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ও এটিএন বাংলার যৌথ আয়োজনে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল একেএম আবদুল্লাহিল বাকী এনডিইউ, পিএসসি।অনুষ্ঠানে ১১ পদাতিক ডিভিশনের জিওসি, একেএম আবদুল্লাহিল বাকী এনডিইউ, পিএসসি, এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ছাড়াও এটিএন বাংলার পরিচালক মনিরুল ইসলাম, পরিচালক রুকসানা কবীর কাকলী, উপদেষ্টা (বিওবি) এম শামসুল হুদা, উপদেষ্টা (প্রশাসন ও মানবসম্পদ) মীর মো. মোতাহার হাসান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাশিক আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।