দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় আঞ্চলিক জোট বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগদানের উদ্দেশে দু’দিনের সফরে মিয়ানমার গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। ফ্লাইটটি মায়ানমার সময় সকাল ১০টা ১৫ মিনিটে মায়ানমারের রাজধানী নেই পি তাওতে পৌঁছায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশের অঞ্চলিক গ্রুপের এই শীর্ষ সম্মেলন মঙ্গলবার নেই পি তাও’র মিয়ানমার ইন্টারন্যাশনাল কন্ফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হবে।
বিমসটেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেকটরাল টেকনিক্যাল এন্ড ইকনোমিক কো-অপারেশন) হচ্ছে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ৭টি দেশের অঞ্চলিক গ্রুপ।
দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলংকা ও থাইল্যান্ড। সম্মেলনে তিনি ৩২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা শীর্ষ সম্মেলনের বাইরে শ্রীলংকার প্রেসিডেন্ট রাজাপাকাসে, ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এবং বিমসটেক’র সদস্য অন্যান্য নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া তিনি মায়ানমার পার্লামেন্টের স্পিকার শোয়ে মান এবং ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির চেয়ারম্যান অং সান সূচি’র সঙ্গে সাক্ষাৎ করবেন।
তিনি বিমসটেক’র সকল সদস্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সংবাদ সম্মেলনে যোগ দেবেন এবং মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সিন-এর দেয়া নৈশভোজে অংশ নেবেন।
মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটে তিনি দেশে ফিরবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।