আমাদের কথা খুঁজে নিন

   

বিয়েই করবেন না নারগিস ফাখরি!

যেদিন থেকে উদয় চোপড়ার সঙ্গে সমুদ্রতটে দেখা গিয়েছিল নার্গিসকে, সেদিন থেকেই পাপারাজ্জিদের ক্যামেরার লেন্স খুঁজে বেড়ায় নার্গিসকে। দু'জনকে নিয়ে একের পর এক গল্পও রটেছে। মুখ বুজে সয়ে গেছেন। শেষ পর্যন্ত আর রাগ ধরে রাখতে পারলেন না বলিউড সুন্দরী। রীতিমতো সাংবাদিক ডেকে ঘোষণা দিলেন- 'আমি বিয়েই করব না।'

নার্গিস বলেন, উদয়ের সঙ্গে প্রেমও নয়, বিয়েও নয়৷ এমনকি বিয়ে করার কোনো প্ল্যানই নেই তার ৷ আপাতত, ব্যস্ত থাকতে চান কেরিয়ার গোছাতেই৷

নার্গিসের এ ঘোষণাকে অনেকে নিন্দুকের মুখে ঝামা ঘষে দেওয়া বলে মনে করছেন। তবে গুঞ্জন কিন্তু থামছে না। অনেকে এ ঘোষণাকে মেকি নাটক বলতে যেমন ছাড়ছেন না, তেমনি পাপারা্জ্জিরাও এখন আরও উৎসাহ নিয়ে নার্গিসের পিছু নিয়েছে। সূত্র: ওয়েবসাইট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।