আমাদের কথা খুঁজে নিন

   

এরই মধ্যে ধর্মব্যবসায়ীর দল পুরোদমে মাঠে নেমে গ্যাছে দেখছি।

এসো ভাই , তোলো হাই , শুয়ে পড়ো চিত, অনিশ্চিত এ সংসারে এ কথা নিশ্চিত - জগতে সকলই মিথ্যা , সব মায়াময়, স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয়। রমজান মাস আসতে আরো কিছুটা দিন বাকী আছে। এরই মধ্যে ধর্মব্যবসায়ীর দল পুরোদমে মাঠে নেমে গ্যাছে দেখছি। : ভাই পুরো বছরে এই একটা কাজ করে নিশ্চিত অনেক সওয়াব পাবেন। টাকা পয়সা বেশী দিতে পারবো না।

জাস্ট সওয়াবের আশায় আল্লার ওয়াস্তে নুন্যতম সম্মানিতে কাজটা করে দেন। আল্লাহ আপনাকে পরকালে এর উত্তম প্রতিদান দেবেন। : (ভক্তিতে গদগদ হয়ে বললাম) কি যে বলেন না ভাই। এমন করে বলতে হয় নাকি। ঠিক আছে, সমস্যা নাই।

কবে লাগবে ডিজাইন। : ভাই শ্যুটিং ডেইট তো দিছি আগামী সপ্তাহে। এনটিভি কর্তৃপক্ষকে দিয়ে এ্যাপ্রুভ করিয়ে সবকিছু ওকে করতেতো একটু সময় লাগবে আপনি আগামী কালই ডিজাইন টা দেন। : কি অদ্ভুত কথা, এখন বললেন আর আগামীকালই ডিজাইন চান। একটু তো সময় দিবেন।

আগে তো ভাবতে হবে, দ্যান সফ্টওয়্যারে বসে কমপ্লিট করতে হবে। : আ্চ্ছা ঠিকাছে, আগামী পরশু দেন। আর কোন কথা বইলেন না। রাতে বইসা কাজটা করে দেন। ভাই বুঝেন তো রোজাতে আপনার এই পরিশ্রমের সওয়াব আল্লাহ ৭০ গুণ বাড়িয়ে দিবেন।

আমি স্পন্সর, কো-স্পন্সর কোম্পানীর লোগো আপনাকে মেইলে পাঠিয়ে দিচ্ছি। : ওকে ঠিক আছে। এই আগামী পরশু আসার আগে কমপক্ষে ৫০ বারের উপর আমার ফোনে উক্ত ধর্মব্যবসায়ীর কল এসেছে: ভাই কি অবস্থা, কতটুকু হলো, আমার মেইলে সেন্ড করেন হ্যান ত্যান....। মেইলে সেন্ড করলাম। তারপর বললো ভাই একটা প্রিন্ট কপি নিতে হবে ডিজাইনটা পেনড্রাইভে দেন, আমি প্রিন্ট করে নেব।

: ঠিক আছে, পেনড্রাইভ দেন। : ভাই পেনড্রাইভ তো সাথে আনতে ভুলে গেছি। আপনার পেনড্রাইভটা দেন। আমি বিকেলেই পৌছে দেব। : (আমতা আমতা করে বললাম) আচ্ছা ঠিক আছে, বাট বিকেলে কিন্তু পেন ড্রাইভটা দিতে ভুলবেন না।

: অবশ্যই। বিকেলের আগেই দিয়ে যাব। তারপর সুনীলের কবিতার মত তেত্রিশ বছর না কাটলেও ত্রেত্রিশ দুগুণে ছেষট্টি ঘন্টাও পার হয়েছে সেই কবে। কেউ কথা রাখেনি। আর কোন ফোনকলও আসে নাই আমার সেলফোনে, ডিজাইনের সম্মানীতো পাই নাই বরং আমার অতিপ্রিয় পেনড্রাইভটির জন্য বারবার ফোন করেও কোন রেসপন্স পাইনাই।

(গোপন সূত্রে খবর পেলাম, আমার ডিজাইনটা তাদের খুব পছন্দ হয়েছে। বাট এটাও তারা আর আমাকে জানায় নি টাকা দেয়ার ভয়ে) সওয়াবের গুষ্ঠি কিলাই...। সিদ্ধান্ত নিয়েছি নগদ টাকা দিলেও আর কোন ধর্মব্যবসায়ীর কাজ করবো না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।