খোয়াববিলাসই থাকে টিকে
প্রজাপতি ডানায় আঁকা সেই যুগল কামনা
আজো অমলিন।
এখনো চলছে মহড়া, ভেসে আসছো তুমি
ভরানদীর বাঁকে বাঁকে জোনাকি আলো
চুমুকে চুমুকে করে যাই পাঠ নীল আঁচল।
এখনো চলছে ঘোর, জড়িয়ে ধরছো তুমি
শিহরণে শিহরিত যুগল পাখি
তীব্র কামনায় রাখা ঠোঁটে ঠোঁট।
ঘোর কেটে গেলেই বিবর্ণ বসন্ত-
প্রাপ্তিতেই বিবমিষা, আল্লাহর কসম।
খোয়াববিলাসই না হয় থাকুক টিকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।