আমাদের কথা খুঁজে নিন

   

'মাউন্টেন্ট ডিভিশন' নিয়ে কাঙ্ক্ষিত গবেষণা হয়নি

মুক্তিযুদ্ধকালে 'মাউন্টেন্ট

ডিভিশনে' আমার সঙ্গে ছিলেন ৩০০ মুক্তিযোদ্ধা, সঙ্গে ১৫০ তিব্বতি ফোর্স। মুক্তিযুদ্ধের সূচনালগ্নে রাজনৈতিক কারাবন্দী অবস্থা থেকে পাগলের বেশে মুক্ত হয়েছিলাম। অতঃপর পার্বত্য চট্টগ্রামের দুর্মর পথেই কাটিয়েছি দিনের পর দিন। মুক্তিযুদ্ধকালে পার্বত্য চট্টগ্রামে আমরা আদিবাসীদের বুঝাতে চেষ্টা করতাম। দেশ স্বাধীন হলে কেউ বৈষম্যের শিকার হবে না।

সবার ভূমির অধিকার থাকবে। মূলত পার্বত্য অঞ্চলে আদিবাসীদের মানস জাগ্রত করার চেষ্টা করেছিলাম তখন। যুদ্ধের সময় 'মাউন্টেন্ট ডিভিশন' বিশেষ অবদান রাখে। কিন্তু এই ডিভিশন নিয়ে কাঙ্ক্ষিত গবেষণা কাজ হয়নি। যুদ্ধের পূর্বাপর সময়ে জননেতা জহুর আহমদ, এম এ আজিজ, এম এ মান্নানের নিবিড় সানি্নধ্য আমার জীবনে বিশেষ মাত্রা যোগ করে।

আজ যখন দেখি, মুক্তিযুদ্ধের সব স্বপ্ন পূরণ হয়নি তখন বিষাদে মন ভরে উঠলেও হতাশ নই। কারণ, নতুন প্রজন্ম নিশ্চয়ই একদিন ওইসব স্বপ্ন পূরণ করবে। মুক্তিযুদ্ধের মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের সেই স্বপ্ন আমরা দেখেছিলাম, পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমেও তাই পূর্ণ করার চেষ্টা হয়েছিল। এই তাগিদ থেকেই আমি নিজেও বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর প্রক্রিয়ায় জড়িয়ে পড়ি। মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল আত্দনির্ভরশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধি।

আর এসব লক্ষ্য শুধু কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভর করে চেয়ে থাকলে পূরণ করা সম্ভব নয়। এমন ভাবনা থেকেই আমি সিটি গভর্নমেন্ট চেয়েছিলাম। এটি হলে চট্টগ্রাম আত্দনির্ভরশীল হওয়ার একটি নতুন দিগন্ত পেত। আয় বৃদ্ধির মাধ্যমে উন্নয়ন ত্বরান্বিত হতো। এ লক্ষে আমার সাধ্যমতো চেষ্টা আমি করেছি।

কিন্তু কেন্দ্রের অনুমতি পাইনি। তাই সিটি গভর্নমেন্ট হয়নি। সময় এসেছে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বপ্ন বাস্তবায়নে নতুন করে ঘুরে দাঁড়াবার। প্রায় চার দশক পরে হলেও যুদ্ধাপরাধীর ফাঁসি হয়েছে। বিচার প্রক্রিয়া চলছে।

এ থেকেই নতুন করে আশায় বুক বাঁধা যায়। মুক্তিযুদ্ধে অর্জিত বঙ্গবন্ধুর 'সোনার বাংলা' রক্ষায় এখন যে কোনো প্রকার নৈরাজ্য, হানাহানি, সন্ত্রাস, জঙ্গিবাদ মোকাবিলা করতে হবে। অনুলিখন : রিয়াজ হায়দার

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.