টেকটিউনস থেকে শিখেছি অনেক কিছুই | তার পরেও মনে হচ্ছে দেশি নির্মাতাদের জন্য টেকটিউনস আরও কিছু করতে পারে | তাতে হয়ত নির্মাতাদের প্রাথমিক হতাশা থেকে মুক্তি মিলবে | বাংলাদেশে অ্যাপস নির্মানে প্রধান সমস্যা হয় ভেনচার পাওয়া | কারণ এখানে কেউই এই বিষয়ে বিনিয়োগে আগ্রহী না | তার পরেও নির্মাতারা হয়তো নিজেদের সময় আর শ্রমে কিছু একটা নির্মান করলো | কিন্তু প্রচার ?? এটা একেবারেই অসম্ভব | যেমনটা আমরা চ্যালেঞ্জের মধ্যে পড়েছি আমাদের গেম গুলো নিয়ে https://play.google.com/store/apps/details?id=com.gamecookstudio.splashyfish
আমরা যেখান থেকে টেকনোলজির সমস্ত খবর পাচ্ছি সেই টেকটিউনস কি আমাদের নির্মান করা কাজের খবর প্রচার করতে পারে না ? হয়তো এই দায়িত্ব টেকটিউনস নিতে পারে | প্রয়োজনে টেকটিউনস টিম নিজে রিভিউ করে তারপর ফিচার করতে পারে | কিন্তু এটি আমরা টেকটিউনস থেকে প্রত্যাশা করছি | দেখি বাকি ব্লগাররা কি বলেন | আপনাদের মতামত জানাবেন |
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।