আমাদের কথা খুঁজে নিন

   

ফেনীতে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণ, আহত ৪

ফেনীর সোনাগাজীতে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে তিন শিশুসহ ৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে এক শিশুকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৬টি পরিত্যক্ত তাজা ককটেল উদ্ধার করেছে।

আজ দুপুরে সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষীপুর গ্রামের দরবেশ আলীর মুন্সী বাড়ির সামনে বাড়ির শিশুরা খেলা করা সময় একটি খড়ের গাদায় একটি কার্টুনের বাক্স কুঁড়িয়ে পায়। পরে সেটি মাথায় করে নিয়ে হইচই করার সময় বাক্সটি মাটিতে পড়ে গেলে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়।

এতে শাফায়েত হোসেন (৫), আশরাফুল ইসলাম (৭), রিমন (৭) ও আনিছুল হক (২২) আহত হয়। আহতদের মধ্যে শিশু শাফায়েতকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপর আহতদের বিভিন্ন বেসরকারী ক্লিনিকে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে অবিস্ফোরিত ৬টি তাজা ককটেল উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।