আমাদের কথা খুঁজে নিন

   

ভাইনে পর্নোগ্রাফি নিষিদ্ধ

বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, এক ব্লগ পোস্টে ভাইনে যৌন স্পর্শকাতর ভিডিও কন্টেন্টের উপস্থিতি স্বীকার করেছে টুইটার কর্তৃপক্ষ।
ভাইন সমালোচনার কেন্দ্রে চলে এসেছিল যৌন স্পর্শকাতর কন্টেন্ট আছে এমন একটি ভিডিও ভাইনের ‘এডিটরস পিক’ তালিকায় চলে আসার পর। পরে ভিডিওটি মুছে ফেলে ভুলের জন্য ক্ষমাও চেয়েছিল টুইটার। ওই ঘটনার পর অ্যাপটির ব্যবহারের জন্য ব্যবহারকারীর বয়সসীমা সর্বনিম্ন ১২ বছর থেকে বাড়িয়ে ১৭ বছর করা হয় অ্যাপলের অ্যাপস্টোরে।
সাম্প্রতিক সিদ্ধান্ত নেওয়ার পর স্পর্শকাতর কনটেন্ট আছে এমন অ্যাকাউন্টগুলোর ব্যবহারকারীদের সতর্কবার্তা পাঠিয়ে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নতুন নিয়ম মেনে চলতেও বলা হয়েছে তাদের।
এ ব্যাপারে ভাইনের বক্তব্য, “৯৯ শতাংশ ব্যবহারকারীর জন্য নতুন নিয়ম আসলে কোনো কিছুই পাল্টাবে না। ইন্টারনেটের যৌন স্পর্শকাতর কন্টেন্টের উপস্থিতি নিয়ে কোনো মাথাব্যথা নেই আমাদের, তবে বাকি ১ শতাংশের জন্য ওই ধরনের কন্টেন্টের উৎস হতে চাই না আমরা।”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.