আমার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা না করে আমার আশে-পাশের মানুষদের জিজ্ঞাসা করুন।
আগামী মে মাসের দিকে কয়েক বন্ধু মিলে ইন্ডিয়া যাবার ডিসিশন নিয়েছি। । মে মাসের মাঝামাঝিতে শুরু করে প্রায় ১০-১২ দিন থাকব।
কলকাতা, আগ্রা, জয়পুর ও দিল্লীতে ঘুরব।
আমাদের বন্ধুদের মধ্যে আগে কারো ইন্ডিয়া যাওয়ার অভিজ্ঞতা নেই, তাই একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাচ্ছি। যদিও বাজেট খুবই সিমিত!!
এখন কিছু টিপস দরকারঃ
১। >ডলার এনরোলমেন্ট কত করতে হবে। ভিসার জন্য নাকি ১৫০ করতেই হবে, এর চাইতে বেশি করার কি দরকার আছে? [কেনাকাটা বাদ দিয়ে]।
২।
>ডলার ভাঙ্গাব কি বর্ডারে? নাকি কলকাতায় গিয়ে?
৩। >মোবাইল সিম কিনার সিস্টেম কি কঠিন?
৪। >>কলকাতাঃ Victoria, Eden garden, writers building, princep ghat, science city,
আগ্রাঃ Taj Mahal, Agra Fort ,Fatehpur sikri,
জয়পুরঃ Birola temple, Jal Mahal, Haowa Mahal, Pink City , Albert Museum, City palace,
দিল্লীঃ Raj Ghat, Sakti Sthall, Delhi gate, Rastapoti Bhaban, Parliament house, Kutub-minar, Lotus temple উপযুক্ত দামে ছেলেদের কেনাকাটার জন্য কোথায় ভাল হবে??
৭। > কলকাতা, আগ্রা, জয়পুর ও দিল্লীর কোন জিনিস মিস করা উচিত হবে না?
৮। > সাথে ল্যাপটপ/ নেটবুক নেয়ার কি দরকার হবে? নিলে বর্ডারে কোনো সমস্যা করবে?
আর কিছু মাথায় আসতেছেনা, মনে পরলে পরে এড করব।
।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।