আমাদের কথা খুঁজে নিন

   

গ্লোবালাইজেশন ইতিহাস ~ প্রথম পর্যায়...

www.facebook.com/mahamudul.hasan.9619 ভ্রমন, লেখালেখি, বিজ্ঞান ওয়েবসাইট দেখা, বই _ম্যাগাজিন পড়া ও ওয়েবসাইট প্রোগ্রামিং করা পছন্দ।
বিশ্বায়নের ইতিহাস গত যা ৫০০ বছর ধরে অতিবাহিত – আমরা তা তিনটি পর্যায়ক্রমের মধ্যে ভাগ করতে পারি।



ধাপ ১: প্রারম্ভিক যাত্রাপথ অনুসন্ধান ও উপনিবেশ স্থাপন যুগ - ১৪৯২
ধাপ ২: বহুজাতিক একীকরণ যুগ (১৮৫০-১৯১৪)
ধাপ ৩: বিশ্বায়ন আধুনিক যুগ (১৯৪৫ - বর্তমান)

প্রথম পর্যায় বা ধাপ ১, এক নতুন বিশ্বের শুরু হয় ১৪৯২ সালে ক্রিস্টোফার কলম্বাস এর সমুদ্রযাত্রার সঙ্গে এবং পরে ইউরোপীয় সমুদ্রযাত্রার অনুসন্ধান এর সাথে চলে যা শেষ পর্যন্ত ইউরোপ ঔপনিবেশিক সাম্রাজ্য গঠন সম্ভব হয়েছে ।

কে কে এই অভিযাত্রী ছিল -

*ইতালিয়ান অনুসন্ধানকারী/নাবিক ক্রিস্টোফার কলম্বাস স্প্যানিশ রাজার অর্থে, আটলান্টিক মহাসাগর জুড়ে চারটি সমুদ্রযাত্রা সম্পন্ন করেন যা উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ সম্পর্কে ইউরোপীয় সচেতনতা তৈরি হয়।

*পর্তুগিজ অনুসন্ধানকারী ভাস্কো ডা গামা ১৪৯৮ সালে প্রথম একটি সামুদ্রিক অভিযান ছিল ভারতে।



*স্পেনীয় দখলদার এর্নান কোর্তেস (Hernán Cortés) ১৬ শ শতাব্দীর গোড়ার দিকে মক্সিকোর বেশী ভাগ অংশের স্প্যানিশ নিয়ন্ত্রণাধীন আনা।

*ফার্ডিনান্ড ম্যাগেলান (Ferdinand Magellan) স্পেন রাজা প্রথম চার্লস, প্রত্যক্ষ সহায়তায় ১৫১৯ থেকে ১৫২২ এর মধ্যে সমুদ্র-পথে পৃথিবী ভ্রমণকারী প্রথম ব্যাক্তি।

*স্যার ফ্রান্সিস ড্রেক ১৬শ শতাব্দীর শেষ দিকের মধ্যে তিনি সমুদ্র-পথে বিশ্ব-ভ্রমণকারী ২য় ব্যক্তি, বিশ্বের বিদেশি অর্থ-ভাণ্ডার বাজেয়াপ্ত এবং আক্রমণ পূরণকল্পে বিশ্বব্যাপী জলদস্যুর ভূমিকায় ছিলেন।

এই অভিযানগুলো বিশ্বায়ন করেছে তিনটি কারণে -

প্রথমত, তারা জড়িত হয় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন, যা সক্ষম করে ইংল্যান্ড ও স্পেন মত দেশগুলির সারা বিশ্ব জুড়ে ঔপনিবেশিক সাম্রাজ্য স্থাপন করতে।

দ্বিতীয়ত, তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সম্পদ জব্দ করার অভিযান সম্পন্ন করে যা রাষ্ট্রের সম্পত্তি হয়, যার ফলে রাষ্ট্র ও বেসরকারি সংস্থার মধ্যে ভবিষ্যতে জোট প্রত্যাশা করা।



তৃতীয়ত, আধুনিক যুগে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একচেটিয়া গ্লোবাল ট্রেডিং, জাতীয়ভাবে সেরা বিশ্বব্যাপী কর্পোরেশন তার একটি পূর্বাভাস ছিল।

১৬০০ সালে রানী প্রথম এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একচেটিয়া বাণিজ্য অনুমতি দেওয়া রাষ্ট্র কর্পোরেট অংশীদারিত্বের একটি মৌলিক উদাহরণ, আজ যে চীন দ্বারা প্রচুর পরিমাণে রাষ্ট্র পুঁজিবাদের উপর চর্চা হয় এবং অনেক দেশ সে আকারে যুক্ত হয়। একই সময়ে জাতি রাষ্ট্র কর্তৃক প্রদত্ত নিরাপত্তা থেকে উপকৃত হয়।

ইস্ট ইন্ডিয়া কোম্পানি আধুনিক বহুজাতিক কর্পোরেশনের মহান জনক।

এটি (বিশ্বায়ন) তার শেয়ারহোল্ডারদের পুঁজিবাদ বিকাশে বিনিয়োগ উন্নীত করতে সীমিত দায় দেওয়ার প্রস্তাব করে বিনিয়োগকারীদের সীমিত আর্থিক ঝুঁকি গ্রহণ দ্বারা।



আজকের বিশ্ব অর্থনীতি এই টুকরা প্রদর্শন উদ্যোগ বিশ্বায়নের প্রথম পর্যায়ের গুরুত্ব নিশ্চিত করে।

উদীয়মান অর্থনীতি যেমন চীন, ব্রাজিল, ভারত সেই মত রাষ্ট্র নিয়ন্ত্রিত কোম্পানীগুলো সমৃদ্ধিশালী হয় এবং বিরাট প্রভাব থাকে। এই রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগ নিজস্ব একচেটিয়া অধিকার অবলম্বনই অভিপ্রায় ব্যক্ত হয় যা অতীতের কোনো এক সময়ের ১৬শ শতাব্দীর রাজকীয় মহান সম্রাট এর মত হওয়ার।

চলবে....
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।