আমাদের কথা খুঁজে নিন

   

ফখরুলসহ ৫ জনের জামিন বাতিল

বাকি চারজন হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, ঢাকা মহানগরের সদস্য সচিব আব্দুস সালাম ও ছাত্রদলের যুগ্ম সম্পাদক ওবায়দুল হক নাসির।

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ রোববার সরকারের আবেদন নিষ্পত্তি করে হাই কোর্টের জামিন আদেশ বাতিল করে দেয়।

আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন এজে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী।

File Photo

সরকারি আইন কর্মকর্তা সোহরাওয়ার্দী পরে সাংবাদিকদের বলেন, “আপিল বিভাগ আমাদের আবেদন নিষ্পত্তি করে হাই কোর্টের আদেশ বাতিল করে দিয়েছেন। সঙ্গে বেশ কিছু পর্যবেক্ষণও রয়েছে। সেগুলো পূর্ণাঙ্গ রায় পেলে বোঝা যাবে। ”

সগির হোসেন লিওন জানান, গতবছরের ২৮ নভেম্বর শিশুপার্কের সামনে বাসে পেট্রোল বোমা ছোড়ার ঘটনায় শাহবাগ থানার মামলায় গত ২০ জানুয়ারি জামিন পান ফখরুল। ওই জামিন বাতিল করেছে আপিল বিভাগ।

“বাকিরা ওই মামলাসহ আরো তিন মামলায় জামিন পেয়েছিলেন। ওই তিন মামলায় তাদের জামিন বাতিল করা হয়েছে। গত বছরের ১ ও ২৫ ডিসেম্বর এবং এ বছরের ৩ জানুয়ারি রমনা থানায় ওই তিন মামলা দায়ের হয়েছিল। ”

এদিকে গত ২৯ জানুয়ারি ঢাকা অবরোধের দিন রামপুরা এলাকায় এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় পরদিন মামলা হয়।

ওই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় এবং যুগ্ম মহাসচিব আমানকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাই কোর্ট বেঞ্চ।

বিএনপি নেতাদের পক্ষে জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী ও সগীর হোসেন শুনানিতে অংশ নেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।