আমাদের কথা খুঁজে নিন

   

ঠাণ্ডার মতোই ছড়াবে কম্পিউটার ভাইরাস

এক প্রতিবেদনে ম্যাশএবল জানিয়েছে, যেসব জনবহুল স্থানে ওয়াই-ফাই সুবিধা আছে সেখানে এ ধরনের ভাইরাস ছড়ালে কম্পিউটারের গুরুত্বপূর্ণ তথ্য বেহাত হওয়া ছাড়াও দ্রুত তা চারপাশে ছড়িয়ে পড়বে। গবেষকরা আরও জানিয়েছেন, ভাইরাসটি প্রচলিত সর্দি-কাশির মতোই দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
ম্যালওয়্যারটির নাম দেওয়া হয়েছে ‘ক্যামিলিয়ন’। ল্যাবে গবেষণা দেখা গেছে, কোনো নেটওয়ার্কে এটি একবার ঢুকলে দ্রুত চারপাশের ডিভাইসে ছড়িয়ে পড়ে।
ইউনিভার্সিটি অফ লিভারপুলের নেটওয়ার্ক সিকিউরিটি বিভাগের অধ্যাপক অ্যালান মার্শাল জানান, ক্যামিলিওন ভাইরাস অ্যাকসেস পয়েন্ট-এ (এপি) আক্রমণ করলে বুঝতে পারার আগেই ওয়াই-ফাই নেটওয়ার্কে অন্তর্ভুক্ত সব ডিভাইসের ডেটা সংগ্রহ করতে পারবে।
তিনি আরও জানান, ভাইরাসটি এতটাই আগ্রাসী যে, এটি কোনো নেটওয়ার্কে ঢুকলে সবচেয়ে দুর্বল ও গুরুত্বপূর্ণ জায়গায় অনুসন্ধান করে। যদি এটি ফায়ারওয়াল অ্যাকসেস পয়েন্ট খুঁজে পায়, তবে এটি পরবর্তী মূল্যবান তথ্য খুঁজতে শুরু করে।
গবেষকরা আরও জানিয়েছেন, অধিকাংশ সিকিউরিটি সফটওয়্যার ভাইরাসটি খুঁজে পাবে না।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।